আজকের আলোচিত ছবি: ৪ জুন ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন প্রধান বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে দ্বিতীয় ইন্টেরিম প্রতিবেদন জমা দেন। ছবি: সিএ প্রেস উইং
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেন বাংলাদেশে যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুককে জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেওয়াল চিত্রের ওপর প্রকাশিত ‘আর্ট অফ ট্রায়াম্ফ’ বইটি উপহার দেন। ছবি: পিআইডি
-
বঙ্গবন্ধুসহ নেতাদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল, এসব নেতার পরিচয় ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে নির্ধারণ করার বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। ছবি: মাসুদ রানা
-
ঈদে টানা ১০ দিনের দীর্ঘ ছুটিতে দেশের অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না বা স্থবির হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি: জাগো নিউজ
-
পবিত্র ঈদুল আজহা আগামী ৭ জুন। এই ঈদের প্রধান কাজ কোরবানি বা পশু জবাই করা। একদিকে পশুর হাটগুলোতো আসতে শুরু করেছে গরু, মহিষ, খাশি ইত্যাদি। অন্যদিকে, স্বাভাবিক লেনদেনের শেষ দিন আজ। সেকারণে ব্যাংক-বুথে টাকা তোলার জন্য গ্রাহকদের ভিড় বেড়েছে। ছবি: ইয়াসির আরাফাত
-
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি। এরই মধ্যে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গায় মাহেন্দ্র-বাস মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এতে আরও পাঁচজন আহত হয়েছেন। ছবি: এন কে বি নয়ন
-
ব্রাহ্মণবাড়িয়ায় খানাখন্দে ভরা মহাসড়কে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক উল্টে একের পর এক সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ছবি: আবুল হাসনাত মো. রাফি
-
ঈদুল আজহার আর মাত্র দু’দিন বাকি। ঈদযাত্রায় দেশের অন্যতম ব্যস্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানচলাচল ও যাত্রীর চাপ বেড়েছে। তবে মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে কোথাও কোনো যানজট সৃষ্টি হতে দেখা যায়নি। ছবি: মো. আকাশ
-
ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েকদিন। শেষ মুহূর্তে কামারপট্টি ও কর্মকারদের দোকানে দম ফেলার ফুরসত না থাকলেও এর উল্টো চিত্র রাজবাড়ীতে। অন্যান্য বছর এই সময়ে কর্মকাররা কোরবানির পশু জবাইয়ের জন্য চাপাতি, ছুরি, ছোরা, দাসহ প্রয়োজনীয় জিনিস তৈরিতে ব্যস্ত থাকলেও এবার অলস সময় পার করছেন। ছবি: রুবেলুর রহমান