লোকজনে গমগম হাট, তবু নেই কাঙ্ক্ষিত বিক্রি
পিরোজপুরের বিভিন্ন কোরবানির পশুর হাটে জমজমাট ভিড় থাকলেও আশানুরূপ বিক্রি নেই বলে জানাচ্ছেন বিক্রেতারা। বছরের পর বছর ধরে গরু লালনপালন করে হাটে তুলেও অনেক খামারি এখন লোকসানের শঙ্কায় দিন কাটাচ্ছেন। ছবি: মো. তরিকুল ইসলাম
-
নাজিরপুর উপজেলার দিঘিরজান পশুর হাটজুড়ে উৎসবমুখর পরিবেশ। জেলার সবচেয়ে বড় হাট হওয়ায় আশপাশের এলাকা থেকে আসা বহু ক্রেতা ও বিক্রেতায় কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে পুরো বাজার। ট্রাকে করে এসেছে নানা আকার-আকৃতির গরু। বিক্রেতারা সারি বেঁধে পশু সাজিয়ে ক্রেতার অপেক্ষায়। চারপাশে ভেসে বেড়াচ্ছে দাম হাঁকার শব্দ, তবুও বিক্রি খুব একটা চোখে পড়ছে না।
-
বিক্রেতারা বলছেন, হাটে আগত লোকজন শুধু পশু দেখে ও দাম জেনে চলে যাচ্ছেন। কিন্তু যারা কিনবেন বলে আশা করা হচ্ছিল, তারা এখনো সিদ্ধান্তে আসছেন না।
-
একাধিক খামারি জানিয়েছেন, সারা বছর গরু পালনের পেছনে খাবার, চিকিৎসা, পরিচর্যা সবকিছুরই ব্যয় বেড়েছে। তারপরও এখন হাটে এসে গরুর ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ তারা।
-
অন্যদিকে ক্রেতারা বলছেন, তারা এখনো বাজার পর্যবেক্ষণ করছেন। ঈদের আগে এক-দুইদিন বাকি থাকায় অনেকেই দাম কমার আশায় অপেক্ষা করছেন।