এই ছবিগুলো শুধু হাটের নয়, মানুষের ত্যাগের প্রতিচ্ছবি

প্রকাশিত: ০৪:০১ পিএম, ০৫ জুন ২০২৫ আপডেট: ০৪:০৯ পিএম, ০৫ জুন ২০২৫

শাহজাহানপুর গরুর হাটের প্রতিটি চিত্র যেন কথার চেয়েও বেশি বলে। গরুর রশিতে বাঁধা শুধু পশু নয়, বাঁধা থাকে একটি পরিবারের বছরের পর বছর যত্ন, শ্রম আর স্বপ্ন। বিক্রেতার কপালের ঘামে যেমন লুকিয়ে থাকে জীবিকার সংগ্রাম, তেমনি ক্রেতার চোখে ধরা পড়ে দায়িত্ব আর ধর্মীয় আবেগের ভার। ছবি: মাহবুব আলম