এই ছবিগুলো শুধু হাটের নয়, মানুষের ত্যাগের প্রতিচ্ছবি
শাহজাহানপুর গরুর হাটের প্রতিটি চিত্র যেন কথার চেয়েও বেশি বলে। গরুর রশিতে বাঁধা শুধু পশু নয়, বাঁধা থাকে একটি পরিবারের বছরের পর বছর যত্ন, শ্রম আর স্বপ্ন। বিক্রেতার কপালের ঘামে যেমন লুকিয়ে থাকে জীবিকার সংগ্রাম, তেমনি ক্রেতার চোখে ধরা পড়ে দায়িত্ব আর ধর্মীয় আবেগের ভার। ছবি: মাহবুব আলম
-
হাটজুড়ে যে রঙ, শব্দ আর আলো চোখে পড়ে তা যেন শুধুই বেচাকেনার নয়; বরং সেই গভীর ত্যাগের গল্প, যা কোরবানির ঈদের প্রকৃত অর্থ মনে করিয়ে দেয়। প্রতিটি ছবি তাই হয়ে ওঠে না বলা এক অনুভূতির ভাষ্য; মানুষের পরিশ্রম, ভালোবাসা আর আত্মত্যাগের জীবন্ত প্রতিচ্ছবি।
-
ঢাকার ব্যস্ত নগরজীবন যখন ধীরে ধীরে ঈদের ছোঁয়ায় মন্থর হয়ে উঠছে, ঠিক তখনই প্রাণ ফিরে পেয়েছে শাহজাহানপুরের গরুর হাট।
-
ঈদের আর মাত্র একদিন বাকি। তাই শেষ মুহূর্তের প্রস্তুতিতে জমজমাট হয়ে উঠেছে এই হাট। দিনের আলো থেকে রাতের নিঃশব্দ প্রহর সব সময়ই চলছে ক্রেতা-বিক্রেতার দর কষাকষি, হাঁকডাক আর গরু কেনাবেচার রমরমা।
-
এই হাটে পা রাখলেই বোঝা যায়, কোরবানির ঈদের প্রস্তুতি কতটা প্রাণবন্ত হতে পারে। চোখে পড়ে বিভিন্ন আকার-আকৃতির, বিভিন্ন জাতের গরু। কেউ এসেছে নওগাঁ থেকে, কেউ রাজশাহী বা কুষ্টিয়া থেকে।
-
প্রতিটি গরুর পেছনেই একেকটি গল্প, কৃষকের বছরের পর বছরের পরিশ্রম, যত্ন, ভালোবাসা।
-
শেষ মুহূর্তের হাট হওয়ায় দরদামে এখন রীতিমতো যুদ্ধ চলছে। গাবতলী কিংবা আমিনবাজারের তুলনায় তুলনামূলক ছোট হলেও শাহজাহানপুরের হাটে রয়েছে বৈচিত্র্য। এখানে একদিকে যেমন দেশীয় জাতের মাঝারি সাইজের গরু পাওয়া যাচ্ছে, তেমনি কিছু হাটজোড়া দামী গরুও দৃষ্টি কাড়ছে সবার।
-
গরুর ঘন ঘন ডাক, মানুষের হাঁকডাক আর চারদিকে রঙিন আলোর ঝলক সব মিলিয়ে যেন এ এক ভিন্ন ধরনের উৎসব।
-
এই হাটে শুধু গরুই বিক্রি হয় না; বিক্রি হয় আত্মার শান্তি, উৎসবের আনন্দ আর ঈদের প্রস্তুতির এক টুকরো রঙিন চিত্র।