আজকের আলোচিত ছবি: ৫ জুন ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ঈদুল আজহা উদযাপনকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সালাহ উদ্দিন
-
আসন্ন ঈদুল আজহা উদযাপন উপলক্ষে ঘরমুখী মানুষের ভোগান্তি লাঘবে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদকে ঘিরে যাত্রী সেবার মান পরিদর্শনে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে যান বিদ্যুৎ ও জ্বালানি সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: মাহবুব আলম
-
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ঈদের দিন বিকেল থেকে বর্জ্য ব্যবস্থাপনা শুরু হবে। ঈদের দিন ১২ ঘণ্টার মধ্যে সব বর্জ্য পরিষ্কার করার কথা জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া। ছবি: সংগৃহীত
-
ঈদযাত্রাকে কেন্দ্র করে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঢল নেমেছে ঘরমুখী মানুষের। ছবি: মাহবুব আলম
-
ঈদুল আজহার সরকারি ছুটি শুরুর প্রথম দিনই যাত্রীর চাপ বেড়েছে রাজধানীর গাবতলী ও কল্যাণপুর বাস টার্মিনালে। বেশিরভাগ গাড়িতে সিট ফাঁকা নেই। বড় বড় কোম্পানিগুলো গত মাসেই অনলাইনে টিকিট বিক্রি করে ফেলছে। যারা আগাম টিকিট সংগ্রহ করেননি, তারা এখন সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। তাদের বাধ্য হয়ে উঠতে হচ্ছে লোকাল বাসে। ছবি: ফজলুল হক মৃধা
-
টঙ্গীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগআলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ছবি: মো. আমিনুল ইসলাম
-
ঈদ উপলক্ষে আজ থেকে সরকারি ছুটি। তাই নাড়ির টানে কর্মস্থল ছেড়ে বাড়ি ফিরছে মানুষ। ফলে সকাল থেকে চাঁদপুর লঞ্চ টার্মিনালে ভিড় রয়েছে উল্লেখ করার মতো। ছবি: শরীফুল ইসলাম
-
নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৬ জন। ছবি: রেজাউল করিম রেজা
-
নিজের গোয়ালঘরে লালন পালন করা ষাঁড় ‘কালো মানিক’কে নিয়ে ঢাকায় যাচ্ছেন কৃষক সোহাগ মৃধা। তবে বিক্রির উদ্দেশ্যে নয়, প্রিয় নেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়ার জন্য। ছবি: আব্দুস সালাম আরিফ
-
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের চাপ বেড়েছে। এতে পুরোনো রূপে দেখা যাচ্ছে ফেরিঘাটকে। ফেরির জন্য ঘাট এলাকায় অপেক্ষা করছে গাড়ি ও ঘরমুখো মানুষ। ছবি: মো. সজল আলী
-
ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন বন্ধ থাকবে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দর। ছবি: রোকনুজ্জামান মানু