দেশি ফলের দাপট, কৃষিবিদ ইন্সটিটিউটে উৎসবের রঙ
রঙিন ফলের বাহারে রীতিমতো চোখ ধাঁধানো আয়োজন। রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইন্সটিটিউটে চলছে তিনদিনব্যাপী জাতীয় ফল উৎসব। ছবি: মাহবুব আলম
-
এবারের মেলার প্রাতিপাদ্য ‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ যেন সময়োপযোগী এক বার্তা হয়ে ছড়িয়ে পড়েছে মেলা জুড়ে।
-
সকাল থেকেই মেলার মাঠে ভিড় করছেন ফলপ্রেমী মানুষজন।
-
দেশি-বিদেশি বাহারি ফলের পসরা নিয়ে বসেছে শতাধিক স্টল।
-
লিচু, আম, কাঁঠাল, জাম, বেল, তাল, পেয়ারা-গ্রামীণ মৌসুমি ফলগুলোর চাহিদা যেমন বেশি, তেমনি বিক্রিও হচ্ছে জমজমাট।
-
শিশু-কিশোর থেকে শুরু করে বয়স্করাও ছুটে এসেছেন ফলের এ বর্ণিল উৎসবে। অনেকেই পরিবার নিয়ে এসেছেন।
-
স্টলজুড়ে সাজানো দেশি-বিদেশি হরেক রকম ফল। তবে নজর কাড়ছে দেশি মৌসুমি ফলই। গোপালভোগ, লক্ষণভোগ, হিমসাগর, নানা জাতের আম টক-মিষ্টি স্বাদে মাতিয়ে রেখেছে আগত দর্শনার্থীদের।
-
কেউ কেউ স্টলে দাঁড়িয়েই চেখে নিচ্ছেন রসালো আমের স্বাদ।
-
শিশুরা কৌতুহলী চোখে ঘুরে বেড়াচ্ছে স্টল থেকে স্টলে, খাচ্ছে পেয়ারা, জাম আর আমড়া।
-
শুধু কেনাকাটা নয়, অনেকেই এসেছেন ছবি তুলতে, ঘোরাঘুরি করতে, ফল সম্পর্কিত সচেতনতা নিতে। ফলপ্রেমীদের জন্য এক রকম স্বাস্থ্যসচেতন আনন্দভ্রমণ যেন এই মেলা।
-
দেশি স্বাদের প্রতি এই টানই যেন প্রমাণ করে, সুস্বাস্থ্য আর স্বনির্ভরতার জন্য দেশি ফলের বিকল্প নেই। শুধু চোখে দেখার নয়, স্বাদে-গন্ধে এই উৎসব যেন হয়ে উঠেছে এক চিরচেনা গ্রামবাংলার স্বাদভরা অনুভব।