কেউ কথা রাখেনি, কিউকমের প্রতারণায় হাহাকার
দিনের পর দিন প্রতারণার শিকার হয়ে অবশেষে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ। নিজেদের কষ্টার্জিত অর্থ ফেরতের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম ডট কম লিমিটেডের শতাধিক গ্রাহক। ছবি: মাহবুব আলম
-
প্রতিবাদকারীদের দাবি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিপন মিয়া ও সংশ্লিষ্ট ব্যক্তি তানভীরকে গ্রেফতার করতে হবে এবং গ্রাহকদের অর্থ দ্রুত ফেরত দিতে হবে।
-
‘কিউ কমের প্রতারণা মানি না-মানবো না’, ‘আমাদের টাকা আমাদের দিবি এতো কেন ছলচাতুরী’-এমন সব প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে ছিলেন নারী, পুরুষ ও বিভিন্ন বয়সের মানুষ।
-
তাদের চোখে-মুখে ক্ষোভ, হতাশা ও ক্ষতিপূরণের আকুতি।
-
ভুক্তভোগীরা জানান, প্রতিষ্ঠানটির ফাঁকা প্রতিশ্রুতি আর সময়ক্ষেপণে তার মতো আরও অনেকেই আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
-
তাদের দাবি, দ্রুত রিপন মিয়া ও তানভীরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি কিউকমের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করে সেই টাকা দিয়ে গ্রাহকদের প্রাপ্য ফেরত দিতে হবে।