আজকের আলোচিত ছবি: ০৬ আগস্ট ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেন বাংলাদেশে নেদারল্যান্ডসের বিদায়ি হেড অব মিশন আন্দ্রে কার্সটেনস। ছবি: পিআইডি
-
ঢাকায় জাতীয় প্রেসক্লাবে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ গার্মেন্টস শ্রমিকদের পরিবার ও আহতদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম। ছবি: পিআইডি
-
ঢাকায় জাতীয় প্রেসক্লাবে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ গার্মেন্টস শ্রমিকদের পরিবার ও আহতদের আর্থিক অনুদানের চেক প্রদান করেন মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম। ছবি: পিআইডি
-
ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. লুৎফর রহমান ও লাওসের রাষ্ট্রদূত খাম্ফাও এরন্থাভান হ্যানয়ে বাংলাদেশ দূতাবাসে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে ফরেন অফিস কনসালটেশনস বিষয়ক সমঝোতা স্মারকে সই করেন। ছবি: পিআইডি
-
ঢাকায় মিরপুরে বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজে সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব’ উপলক্ষ্যে সারাদেশে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি: পিআইডি
-
ঢাকায় মিরপুরে বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজে সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব’ উপলক্ষ্যে সারাদেশে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি: পিআইডি
-
নানা ধরনের প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন সব রকম প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ছবি: মফিজুল সাদিক
-
তফসিলের আগে লটারির মাধ্যমে পুলিশ সুপার (এসপি) ও ওসিদের (ভারপ্রাপ্ত কর্মকর্তা) পদায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: জাগো নিউজ
-
২০২৪ সালের জুলাই মাসে ঘটে যাওয়া ঐতিহাসিক গণঅভ্যুত্থান, যা রচিত হয়েছিল সাধারণ মানুষের রক্তে। দেশের সেই গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রম ধর্মীয় আয়োজন। ছবি: এসকে রাসেল
-
কিশোরগঞ্জের ভৈরবে পিকনিকের লঞ্চে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এসময় প্রায় ৩০ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। ছবি: এসকে রাসেল