ছবিতে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের প্রথম দিন
তিন দিনের রাষ্ট্রীয় সফরে ১১ আগস্ট স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
-
ড. ইউনূস ও তার সফরসঙ্গীদের বহনকারী বাণিজ্যিক বিমানটি কুয়ালালামপুরে অবতরণের পর বিমানবন্দরে তাকে স্বাগত জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল।
-
এ সময় অধ্যাপক ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।
-
সফরের প্রথম দিন (১২ আগস্ট) পুত্রজায়ায় দ্বিপাক্ষিক বৈঠকের আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
-
পুত্রজায়ায় বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের সময় তারা উপস্থিত ছিলেন।
-
পুত্রজায়ায় আগত প্রতিনিধি, কূটনীতিক ও অন্যান্য অতিথিদের সঙ্গে পরিচিত হন প্রধান উপদেষ্টা।
-
দ্বিপাক্ষিক বৈঠকের আগে তারা এক মুহূর্তের আলাপচারিতায় যুক্ত হন।
-
দ্বিপাক্ষিক বৈঠকের আগে তারা এক মুহূর্তের আলাপচারিতায় যুক্ত হন।
-
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পুত্রজায়ায় দর্শনার্থী বইয়ে সই করেন।
-
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস দ্বিপাক্ষিক বৈঠক করেন।
-
পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি নোট বিনিময় সই হয়েছে।
-
এসময় উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও ড. ইউনূস।
-
পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে মধ্যাহ্নভোজনের পর শিল্পীদের সঙ্গে ছবি তোলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।