আজকের আলোচিত ছবি: ১২ আগস্ট ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
মালয়েশিয়ার পুত্রজায়ায় যৌথ প্রেস কনফারেন্সে বক্তৃতা করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ছবি: পিআইডি
-
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন, বিডা এবং এমআইটিআই আয়োজিত বিজনেস ফোরামে বক্তৃতা করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি
-
নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাক্ষাৎ করেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। ছবি: পিআইডি
-
ঢাকায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে যুব র্যালির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: পিআইডি
-
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নবনির্মিত ভবনের সভাকক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় সভাপতির বক্তৃতা করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি: পিআইডি
-
মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ২০২৫-২৬ অর্থ বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি: পিআইডি
-
ফ্যাসিস্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিচারসহ পাঁচ দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল। ছবি: জাগো নিউজ
-
অন্তর্বর্তী সরকারের প্রত্যেক উপদেষ্টা দুর্নীতি করছেন বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। ছবি: শাহজাহান নবীন
-
গাইবান্ধার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কে অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় তিন যাত্রী নিহত হয়েছেন। এসময় আরও তিন যাত্রী আহত হন। ছবি: আনোয়ার আল শামীম
-
কাপ্তাই হ্রদের পানি নিয়ন্ত্রণে আসায় সাতদিন চালু থাকার পর বন্ধ করা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়েল গেট। ছবি: আরমান খান
-
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বিপৎসীমার ওপরে বইছে ফারাক্কা ব্যারাজের পানি। এতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে সংলগ্ন এলাকাগুলোতে। এ কারণে ব্যারাজ থেকে নিয়ন্ত্রিত মাত্রায় পানি ছাড়া শুরু হয়েছে।
-
স্পেনে ভয়াবহ দাবানলে একজন নিহত হয়েছেন এবং হাজারো মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। প্রচণ্ড তাপদাহ ও ঝোড়ো হাওয়ার কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ে। ছবি: এএফপি