আজকের আলোচিত ছবি: ১৩ আগস্ট ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে মালয়েশিয়ার কুয়ালালামপুরে তার হোটেল কক্ষে সাক্ষাৎ করেন মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ফাদলিনা সাইডেক। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে মালয়েশিয়ার কুয়ালালামপুরে তার হোটেল কক্ষে সাক্ষাৎ করেন ফোরাম এশিয়ার চেয়ারপারসন জেরাল্ড জোসেফ। ছবি: পিআইডি
-
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার শীর্ষ ব্যবসায়ী ও জাতীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান প্রোটন এবং ইউটিলিটি ও অবকাঠামো কোম্পানি এমএমসি করপোরেশন বেরহাদের মালিক সাইয়েদ মখতার আল বুকহারি। ছবি: প্রেস উইং
-
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার সানওয়ে গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান স্যার জেফ্রি চিয়া। ছবি: প্রেস উইং
-
ঢাকায় সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে তথ্য অধিদফতরের কার্যক্রম অধিকতর দৃশ্যমান করার লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। ছবি: পিআইডি
-
সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে তথ্য অধিদফতরের কার্যক্রম অধিকতর দৃশ্যমান করার লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর। ছবি: পিআইডি
-
ঢাকায় চীনের দূতাবাসে ‘ড্রোন ট্রেনিং ডেলিগেশন’ এর সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এসময় বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি: পিআইডি
-
জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে দেড় মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস)-এ ‘জুলাই কর্নার’ উদ্বোধন করা হয়েছে। ছবি: সংগৃহীত
-
ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার ফেনীতে ‘অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংশোধন’ সংক্রান্ত কর্মশালায় অংশগ্রহণের উদ্দেশ্যে ফেনী সার্কিট হাউজে পৌঁছালে পুলিশ বাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। ছবি: পিআইডি
-
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিও শিক্ষকরা দাবি পূরণে অন্তর্বর্তী সরকারকে এক মাসের আলটিমেটাম দিয়েছেন। ছবি: বিপ্লব দীক্ষিৎ
-
রাজধানীর মোহাম্মদপুরে কৃষিমার্কেটের নতুন ভবনের ব্যবসায়ীদের কাছে চাঁদার দাবিতে মার্কেটটিতে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। ছবি: অভিজিৎ রায়
-
কুষ্টিয়ার পদ্মা ও গড়াই নদীর পানি বাড়ছে। গত এক সপ্তাহে পদ্মা নদীর পানি বেড়েছে অন্তত ১৫০ সেন্টিমিটার। ছবি: আল-মামুন সাগর
-
সিলেটে নজিরবিহীন সাদা পাথর লুটপাটের ঘটনা তদন্তে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ছবি: আহমেদ জামিল