হঠাৎ বৃষ্টিতে দিশেহারা নগরবাসী
সকাল থেকে আকাশে জমে থাকা কালো মেঘ দুপুর গড়াতেই ঝুম বৃষ্টিতে রূপ নেয়। দুপুরে হঠাৎ শুরু হওয়া এই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে যায়। অফিসফেরত ও বাইরে থাকা কর্মজীবীরা পড়েন বিপাকে। ছবি: মাহবুব আলম
-
ভ্যাপসা গরমের মধ্যে হঠাৎ কালো মেঘ ঢেকে দেয় ঢাকার আকাশ। কিছুক্ষণ পরই শুরু হয় মুষলধারে বৃষ্টি। রাজধানীর মতিঝিল, ফার্মগেট, কারওয়ান বাজার, মোহাম্মদপুর, মিরপুরসহ বেশ কয়েকটি এলাকায় অল্প সময়ের মধ্যে সড়কে পানি জমে যায়। এতে গাড়ি চলাচল ধীর হয়ে পড়ে, তৈরি হয় যানজট।
-
বৃষ্টির কারণে হঠাৎ ভিজে যান অনেকে। ফুটপাত ও রাস্তায় ছাতা কিংবা বৃষ্টি থেকে বাঁচার জন্য ছুটোছুটি করতে দেখা যায় সাধারণ মানুষকে।
-
অনেকেই অফিসের কাজ শেষ করে বাসায় ফেরার জন্য রাস্তায় নামলেও যানজটের কারণে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।
-
রোদ-বৃষ্টি যাই হোক, তাদের ছুটতে হয় জীবিকার তাগিদে।
-
রেইনকোট ছাড়া বাইকে উঠে বিপাকে পরেছেন অনেকেই।
-
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আগামী দুই-একদিন বিচ্ছিন্নভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমলেও ভোগান্তিতে পড়বেন বাইরে থাকা মানুষজন।