আজকের আলোচিত ছবি: ১৮ আগস্ট ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকা সদস্যদের বরখাস্ত করার বিষয়টি একটি চলমান প্রক্রিয়া, এটি চলতেই থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান উপদেষ্টা। ছবি: সংগৃহীত
-
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। সংসদ নির্বাচন উপলক্ষে এর মধ্যেই একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে এবং তা অনুমোদনের জন্য কমিশনে জমা দেওয়া হয়েছে। এ সপ্তাহের মধ্যেই তা প্রকাশ করা হবে। আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা জানান সচিব। ছবি: সংগৃহীত
-
বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মদক্ষতা ও পেশাদারত্বের স্বীকৃতি হিসেবে ২০২৪ সালের শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসিদের (এয়ার) ট্রফি ও সনদপত্র দেওয়া হয়েছে। আজ ঢাকা সেনানিবাসের বিমান সদরদপ্তরে এ আয়োজন অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত
-
পাকিস্তানে বৃষ্টি ও আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৬৫০ ছাড়িয়েছে। এর মধ্যে শুধু খাইবার পাখতুনখোয়াতেই (কেপি) ৩২৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫৬ জন। আরও বহু মানুষ এখনো নিখোঁজ। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ছবি: এপি, ইউএনবি
-
কক্সবাজার-টেকনাফ হাইওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রোহিঙ্গা ক্যাম্প থেকে চাকরিচ্যুত শিক্ষকরা। এতে ১০ ঘণ্টা ধরে শতশত গাড়ি আটকা পড়েছে সড়কে। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। আজ সকাল থেকে হাইওয়ে সড়কের কোটবাজার এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা।