আজকের আলোচিত ছবি: ১৯ আগস্ট ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার আজ ঢাকায় মানিক মিয়া এভিনিউতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত র্যালি শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। ছবি: পিআইডি
-
নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে গতকাল চীনের সিসিইসিসি সদরদপ্তরে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের চেয়ারম্যান লিউ ওয়েইমিন বৈঠক শেষে ফটোসেশনে অংশ নেন। ছবি: পিআইডি
-
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গতকাল ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ছবি: পিআইডি
-
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে আন্তর্জাতিক মানদণ্ডে রূপ দিতে নির্বাচন কমিশনকে চার মিলিয়ন ইউরো সহায়তা প্যাকেজ দেবে ইউরোপীয় ইউনিয়ন। আজ সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। ছবি: জাগো নিউজ
-
ইউক্রেন যুদ্ধ বন্ধে ভলোদিমিরি জেলেনস্কি ও ইউরোপের নেতাদের সঙ্গে দিনভর কয়েক দফায় বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠক শেষে তিনি জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে বৈঠক আয়োজনের উদ্যোগ নিয়েছেন। ছবি: হোয়াইট হাউজের ফেসবুক পেজ