আজকের আলোচিত ছবি: ২৫ আগস্ট ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত তিন দিনের স্টেকহোল্ডার্স ডায়ালগ: টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন শীর্ষক আন্তর্জাতিক সংলাপে বক্তৃতা করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি
-
কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত তিন দিনের স্টেকহোল্ডার্স ডায়ালগ: টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন শীর্ষক আন্তর্জাতিক সংলাপে অংশগ্রহণকারীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি
-
সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মহাসড়কের সার্বিক পরিস্থিতি ও অবস্থান বিষয়ে আলোচনাসভায় বক্তৃতা করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: পিআইডি
-
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া অস্ত্রের খোঁজ দেওয়ার বিষয়ে পুরস্কার ঘোষণা করেছে সরকার। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান।
-
ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) শুনানিতে বাগেরহাটের ৪টি আসন পুনর্বহালের দাবি জানিয়েছে বিভিন্ন আসন থেকে আসা প্রতিনিধিরা। ছবি: মাহবুব আলম
-
জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার পর থেকেই ভোট নিয়ে মানুষের মাঝে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ছবি: খালিদ হোসেন
-
জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ আখ্যায়িত করায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা। ফলে আন্দোলন ঘিরে ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি: অভিজিৎ রায়
-
গোটা এলাকাজুড়ে পানিতে টইটুম্বুর। তাই বলে তো আর লেখাপড়া থেমে থাকবে না। তাই বাড়ির উঠানে তাঁবু টাঙিয়ে চলছে লেখাপড়া। এ দৃশ্য যশোরের মণিরামপুরের ভুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। ছবি: জাগো নিউজ
-
ভোলায় মেঘনা নদীর ভাঙন রোধে পদক্ষেপের দাবিতে সড়ক অবরোধ ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঘেরাও করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। ছবি: জুয়েল সাহা বিকাশ
-
তুরাগ নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। ছবি: মো. আমিনুল ইসলাম
-
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশে বিভিন্ন জায়গা খানাখন্দে ভরে গেছে। বেশ কয়েকটি জায়গায় বড় বড় গর্তেরও সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যাতায়াতকারী হাজার হাজার মানুষকে। ছবি: আয়শা সিদ্দিকা আকাশী
-
খুলনার ডুমুরিয়া উপজেলার ঝিলেরডাঙ্গা এলাকায় ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। ছবি: আরিফুর রহমান
-
আশ্রিত জীবনে ঝুপড়ি ঘরে ৮ বছর পার করার পরও নিজ দেশে ফিরতে না পেরে কক্সবাজারের উখিয়ায় সমাবেশ করেছেন রোহিঙ্গারা। ছবি: জাহাঙ্গীর আলম