শিক্ষার্থীদের তিন দফা দাবিতে উত্তাল রাজধানী
রাজধানীর শাহবাগে দুপুর থেকে বুয়েটসহ দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেছেন। ফলে শাহবাগ থেকে টিএসসি, পলাশী ও মৎস্যভবনমুখী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ছবি: মাহবুব আলম
-
শিক্ষার্থীদের দাবিগুলো হলো- নবম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের জন্য সরাসরি নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করা, ১০ম গ্রেডের পদগুলো উন্মুক্ত করা ও বিএসসি ডিগ্রিধারী ছাড়া অন্য কাউকে ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ না দেওয়া।
-
শিক্ষার্থীরা সকাল থেকেই ব্যানার, প্ল্যাকার্ড হাতে শাহবাগ মোড়ে জড়ো হতে শুরু করেন। দুপুর নাগাদ তারা প্রধান সড়ক অবরোধ করে বসে পড়েন। এতে শাহবাগ এলাকার পুরো পরিবহন ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়ে।
-
শিক্ষার্থীদের অভিযোগ, বিভিন্ন দপ্তরে ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত পদে ডিপ্লোমা বা অন্যান্য টেকনিক্যাল ডিগ্রিধারীদের নিয়োগ দেওয়া হচ্ছে, যা প্রকৃত ইঞ্জিনিয়ারদের মর্যাদাহানির সমান। তারা বলছেন, বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলেই কেবল ইঞ্জিনিয়ার বলা উচিত।
-
অবরোধের কারণে শাহবাগ থেকে ফার্মগেট, পলাশী, টিএসসি ও মৎস্যভবন এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে। বিকল্প সড়কগুলোতেও গাড়ির চাপ বেড়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালালেও শিক্ষার্থীরা অবরোধ তুলে নেওয়ার কোনো ঘোষণা দেননি।
-
শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হলে তারা পরবর্তী পদক্ষেপ হিসেবে ক্লাস-পরীক্ষা বর্জন এবং দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কে কর্মসূচি ঘোষণা করবেন।
-
শিক্ষার্থীদের স্লোগানে মুখর চারপাশ।