ঢাকার বুকে উন্নয়নহীন এক সড়ক
ঢাকার অন্যতম ব্যস্ত ও ঘনবসতিপূর্ণ এলাকা স্বামীবাগ। এর সংযোগস্থল সায়েদাবাদ ও যাত্রাবাড়ীর দিকের সড়কটি প্রতিদিন হাজার হাজার যানবাহনের চাপ সহ্য করছে। তবে যে অবকাঠামোতে এই চলাচল চলছে, তা যেন নগরপরিকল্পনার দৃষ্টিতে বহু আগেই বিলুপ্তপ্রায়। ছবি: বিপ্লব দীক্ষিৎ
-
এই রাস্তাটি মূলত রাজধানী সুপার মার্কেট, স্বামীবাগ ও সায়েদাবাদকে সংযুক্ত করে। শহরের পূর্বাংশের সঙ্গে কেন্দ্রীয় অঞ্চলের সহজ যাতায়াতের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
-
প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এই রাস্তায় চলে বড় বড় বাস, ট্রাক, সিএনজি, রিকশা এবং ব্যক্তিগত গাড়ির ঢল। কিন্তু রাস্তাটি যে পরিমাণ যাত্রী ও যানবাহন গ্রহণ করছে, তার তুলনায় অবকাঠামোগত প্রস্তুতি প্রায় শূন্যের কোঠায়।
-
অগভীর পিচ, জায়গায় জায়গায় ভাঙাচোরা গর্ত, জলাবদ্ধতা আর অপরিকল্পিত পার্কিং সব মিলিয়ে সাধারণ মানুষের চলাচল এখন যেন দুর্বিষহ।
-
বৃষ্টি হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। গর্তগুলো পানিতে ঢাকা পড়ে যায়, আর কোনো বাস কিংবা ট্রাক একবার আটকে গেলে পুরো এলাকা স্থবির হয়ে পড়ে।
-
এখানে ট্রাফিক ব্যবস্থাপনাও কার্যত ভেঙে পড়েছে। কোনো ট্রাফিক পুলিশ না থাকায় চালকেরা নিজেদের মতো করে যান চালায়, ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
-
স্থানীয় দোকানদার, শিক্ষার্থী, চাকরিজীবী ও পথচারীদের একটাই অভিযোগ, সড়ক ঠিক করতে বারবার অনুরোধ জানানো হলেও কেউ কর্ণপাত করছে না। দীর্ঘদিন ধরে রাস্তাটির অবস্থা এমন থাকলেও, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি।
-
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)-এর দায়িত্বে থাকা অঞ্চলটির উন্নয়ন না হওয়ার অন্যতম কারণ হিসেবে অনেকে দেখছেন অগ্রাধিকার নির্ধারণের অভাব। নানা প্রকল্পে হাজার কোটি টাকা ব্যয় হলেও স্বামীবাগ-সায়েদাবাদ সড়কের মতো গুরুত্বপূর্ণ এলাকা থেকে নজর সরিয়ে রাখা নগরপরিকল্পনায় চরম অব্যবস্থাপনার ইঙ্গিত দেয়।
-
এই সড়কের উন্নয়নে প্রয়োজন আধুনিক সড়ক পুনর্নির্মাণ, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, নির্দিষ্ট লেন অনুযায়ী যান চলাচল নিশ্চিতকরণ, ট্রাফিক ব্যবস্থাপনায় দক্ষতা ও উপস্থিতি, অবৈধ পার্কিং ও ফুটপাত দখলমুক্ত করা।
-
রাজধানীর বুকে স্বামীবাগ-সায়েদাবাদ সড়ক শুধু একটি রাস্তা নয়, এটি হাজার মানুষের দৈনন্দিন জীবনের অংশ। যখন পুরো দেশ এগিয়ে যাচ্ছে, তখন এমন গুরুত্বপূর্ণ সড়কের করুণ চিত্র শুধু হতাশাজনক নয়, বরং নাগরিক অধিকার হরণের স্পষ্ট উদাহরণ।