আজকের আলোচিত ছবি: ২৮ আগস্ট ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ঢাকায় তেজগাঁওয়ে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় সভাপতিত্ব করেন। ছবি: পিআইডি
-
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন ঢাকায় তেজগাঁওয়ে ডিটিসিএ ভবনের সভাকক্ষে ‘হাইকোর্ট থেকে এয়ারপোর্ট পর্যন্ত ট্রাফিক সিগন্যাল স্থাপন কার্যক্রমের পর্যালোচনাসহ অগ্রগতি’ বিষয়ক সভায় সভাপতিত্ব করেন। ছবি: পিআইডি
-
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হেলিকপ্টারের প্রয়োজন হলে তফসিল ঘোষণার দুই মাস আগে জানাতে হবে বলে রোডম্যাপে উল্লেখ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ছবি: মফিজুল সাদিক
-
চট্টগ্রামের আনোয়ারা পারকি সমুদ্রসৈকতের আধুনিক কমপ্লেক্স নির্মাণকাজের সময় বাড়ানোর আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
-
চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন এলাকার রহমতুন্নেছা রোডে আচার তৈরির দুই কারখানায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এসব কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে আচার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
-
কৃষিবিদদের তিন দফা দাবি আদায়ে রাজধানীর আগারগাঁওয়ে পূর্বঘোষিত ‘ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। ছবি: সাইদ আহম্মদ