আজকের আলোচিত ছবি: ৩০ আগস্ট ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: পিআইডি
-
গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অডিটোরিয়ামে ‘বাংলাদেশ সাস্টেইনেবিলিটি কনক্লেভ ২০২৫’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: পিআইডি
-
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধের জাতীয় সংসদ নির্বাচন একমাত্র আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না। নির্বাচনে ৩০০ জন প্রতিনিধি নির্বাচিত হয়েই সংস্কার সম্পন্ন করবেন। ভোটাররা যাদের ভোট দেবেন তারাই সংসদে যাবেন, আইন সংস্কার করবেন। ছবি: এইচ এম কামাল
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ৩০ মিনিট যমুনা সেতু পশ্চিম মহাসড়ক অবরোধ করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। ছবি: এম এ মালেক
-
ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে অবরোধ করে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা। ছবি: জাহিদ পাটোয়ারী
-
দিনাজপুরের বোচাগঞ্জের সেতাবগঞ্জ রেলস্টেশনে পঞ্চগড় এক্সপ্রেসের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ করেছে স্থানীয়রা। এ সময় অবরোধকারীরা ট্রেনটি পাঁচ মিনিট আটকে রাখেন। ছবি: এমদাদুল হক মিলন
-
দিনাজপুরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এসময় জেলা গণঅধিকার পরিষদের সভাপতি শফিকুল ইসলাম আহত হয়েছেন। তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। ছবি: এমদাদুল হক মিলন
-
লক্ষ্মীপুরে বিগত সরকারের আমলে গুমের শিকার বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে। ছবি: কাজল কায়েস