জানেন কি কমদামে ঢাকায় মাটির পণ্য কোথায় পাবেন?

প্রকাশিত: ০৪:২৮ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৫ আপডেট: ০৪:২৮ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৫

ঢাকায় বসবাসকারী অনেকেই প্রায়শই খোঁজেন অনন্য এবং হাতে তৈরি মাটির পণ্য। তবে সঠিক জায়গা না জানা থাকলে ভালো মানের সামগ্রী কমদামে খুঁজে পাওয়া একটু কঠিন হয়ে যায়। মাটির পাত্র, গামলা, হস্তশিল্প বা ডেকোরেশন আইটেম-সবকিছুই বাড়ির পরিবেশে আলাদা শৈলী যোগ করে। এই লেখায় আমরা আপনাকে দেখাবো ঢাকার কোন জায়গায় গেলে আপনি কমদামে সুন্দর এবং মানসম্মত মাটির পণ্য সংগ্রহ করতে পারবেন। ছবি: মামুনূর রহমান হৃদয়