আজকের আলোচিত ছবি: ২ সেপ্টেম্বর ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন মন্ত্রণালয়ের সভাকক্ষে জাপানের নয়জন সংসদ সদস্য। ছবি: পিআইডি
-
রাজধানীর গুলশানে সুইজারল্যান্ড দূতাবাস আয়োজিত ‘বায়োফিলিয়া: মানুষ, জলবায়ু ও সংস্কৃতির পুনঃসংযোগ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: পিআইডি
-
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীর গুলশানে সুইজারল্যান্ড দূতাবাস আয়োজিত ‘বায়োফিলিয়া: মানুষ, জলবায়ু ও সংস্কৃতির পুনঃসংযোগ’ অনুষ্ঠানে বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেন। ছবি: পিআইডি
-
দক্ষিণ কোরিয়ার সিউলে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাতিল সেদেশের প্রেসিডেন্ট লি জে মিউং-এর কার্যালয়ে তার পরিচয়পত্র পেশ করেন। ছবি: পিআইডি
-
দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা নিয়ে ‘উদ্বিগ্ন’ বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল (সি আর) আবরার। ছবি: হাসান আদিব
-
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
-
জাতীয় পার্টি আওয়ামী স্বেচ্ছাতন্ত্রের অন্যতম সহযোগী ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: বিপ্লব দীক্ষিৎ
-
ময়মনসিংহে ছয় দফা দাবিতে চলমান আন্দোলনের দ্বিতীয় দিনে রেলপথ অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ছবি: কামরুজ্জামান মিন্টু
-
নীলফামারীর উত্তরা ইপিজেডে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছেন। সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। ছবি: আমিরুল হক
-
ফরিদপুরে বিএনপির অন্তঃকোন্দলের কারণে তিন ভাগে বিভক্ত হয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। জেলা বিএনপির ব্যানারে দুই ভাগে ও মহানগর বিএনপির ব্যানারসহ মোট তিন ভাগে বিভক্ত হয়ে শোভাযাত্রা ও সমাবেশের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। ছবি: এন কে বি নয়ন
-
মিথ্যা মামলায় দীর্ঘ ১৪ বছর ফেরারি থাকার পর নিজ এলাকায় ফিরলেন রাজবাড়ীর পাংশা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আকরাম হোসেন মুরাদ। ছবি: রুবেলুর রহমান
-
আফগানিস্তানে ৬ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত ৯ শতাধিক মানুষ নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছে আরও তিন হাজার মানুষ। মঙ্গলবার দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র মোহাম্মদ হামাদ এ তথ্য নিশ্চিত করেছেন। ছবি: এএফপি