নড়াইলে জীবন্ত গ্রাম বাংলার নৌকা বাইচ
নড়াইলে বর্ষার সময় শুরু হয় খাঁটি গ্রামীণ উৎসব, যার মধ্যে অন্যতম নৌকা বাইচ। প্রতিটি নৌকা, দল আর গতি-সাঁতার যেন গল্প বলে গ্রামের ঐতিহ্য, মানুষের একাগ্রতা এবং নদীর সঙ্গে তাদের অটুট সম্পর্কের। শীতল জলরাশি, নৌকার গর্জন, দর্শকজনের উল্লাস-সব মিলিয়ে নড়াইলে নৌকা বাইচ এখনো জীবন্ত গ্রাম বাংলার এক অনন্য প্রতীক। ছবি: হাফিজুল নিলু
-
সম্প্রতি নড়াইলের কালিয়া উপজেলায় নবগঙ্গা নদীতে অনুষ্ঠিত হলো আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।
-
প্রতিযোগিতা দেখতে নদীর দুপাড়ে হাজার হাজার দর্শকের ঢল নামে।
-
প্রতিযোগিতায় নড়াইল, খুলনা ও গোপালগঞ্জ জেলা হতে আসা ৩টি নৌকা অংশগ্রহণ করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
-
প্রতিযোগিতা দেখতে ৭ সেপ্টেম্বর দুপুর থেকেই নবগঙ্গা নদীর বারইপাড়া খেয়াঘাট হতে কাঞ্চনপুর পর্যন্ত দু’কিলোমিটার জুড়ে নদীর দু'পাড়ে পাড়ে মানুষ জড়ো হতে থাকে।
-
নড়াইল জেলাসহ পাশ্ববর্তী জেলার বিভিন্ন এলাকা থেকে ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে মানুষের আগম ঘটে। এদিন প্রায় সন্ধা পর্যন্ত চলে নৌকাবাইচ প্রতিযোগিতা।