আব্দুল্লাহপুর ব্রিজের নীচের সড়কের বেহাল দশা
আব্দুল্লাহপুর ব্রিজের দৃশ্য প্রথম দেখলেই মনে হয় সব ঠিকঠাক। ব্রিজটি দৃষ্টিনন্দন, স্থিতিশীল এবং ট্রাফিকের জন্য ফিটফাট অবস্থায়। কিন্তু ব্রিজের নিচের সড়কের অবস্থা সম্পূর্ণ বিপরীত চিত্র উপস্থাপন করছে। ছবি: মাহবুব আলম
-
সড়কটি ভাঙাচোরা, বড় বড় গর্তে ভরা। বিশেষ করে বর্ষাকালে বা সামান্য বৃষ্টিতেই গর্তগুলোতে পানি জমে কাদা সৃষ্টি হয়, যা গাড়ি চলাচলকে কঠিন করে তোলে। অনেক সময় গাড়ির চাকা গর্তে আটকে যায়, চালকরা হিমশিম খেতে হয় এবং যানজটও লেগে যায়।
-
পথচারীর জন্যও পরিস্থিতি সহজ নয়। কাদা-বালি ও জলমগ্ন সড়কে হাঁটতে গিয়ে তাদের সীমাহীন ভোগান্তির মুখে পড়তে হয়। অনেকেই বাধ্য হয়ে ধীরগতিতে বা সড়কের কিনার দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন, যা কখনো কখনো দুর্ঘটনার কারণও হয়ে দাঁড়ায়।
-
স্থানীয়রা অভিযোগ করেন, ব্রিজের সুন্দর অবস্থা থাকলেও নিচের সড়কটি দীর্ঘদিন ধরেই সংস্কারের অভাবে বেহাল। সড়ক মেরামত না হলে শুধু যানজট নয়, মানুষের দৈনন্দিন জীবনও সমস্যার মুখে পড়বে।
-
ছবিগুলো আব্দুল্লাহপুর থেকে তোলা হয়েছে। ছবিতে স্পষ্ট দেখা যায়, ব্রিজ ঠিকঠাক থাকলেও নীচের সড়কের গর্ত, পানি ও কাদা জনমানুষের চলাচলকে কতটা কঠিন করে তুলেছে।
-
ছবিগুলো শুধু দৃশ্যের নয়, বেহাল সড়কের সমস্যার এক বাস্তব চিত্রও তুলে ধরেছে।
-
এই সড়ক সংস্কারের দাবি শুধু স্থানীয় মানুষের নয়, যে কোনো পথচারী ও চালক স্বচ্ছন্দে চলাচল করতে চাই-এটাই প্রধান চ্যালেঞ্জ।
-
সরকারের দৃষ্টি আকর্ষণ করা জরুরি, যেন ব্রিজের সৌন্দর্য ও কার্যকারিতা সঠিকভাবে কাজে লাগে এবং নিচের সড়কও নিরাপদ ও চলাচলের উপযোগী হয়।