দেয়ালঘেরা প্লটে বন্দি ‘উড়োজাহাজের রহস্য’
রাজধানীর উত্তরা দিয়াবাড়ি। বহুতল ভবনের সারির মাঝেই হঠাৎ চোখে পড়ে দেয়াল-টিনঘেরা একটি প্লট। ভেতরে রাখা বিশাল উড়োজাহাজ। ছবি: মুসা আহমেদ
-
চারপাশে উঁচু প্রাচীর, সামনে টিনের বেড়া-ভেতরে ঢোকার সুযোগ নেই কারো। বাইরে দাঁড়িয়েই দেখা যায় সাদা রঙের প্লেন, জানালার গায়ে লাল-সবুজের আঁচড়।
-
প্লটজুড়ে আড়াআড়ি রাখা বিমান। জায়গা সংকুলান না হওয়ায় ডানা ভেঙে কাত করে রাখা হয়েছে। চাকায় হাওয়া নেই, টায়ার বসে গেছে মাটিতে। ইঞ্জিন থেকে শুরু করে জানালা পর্যন্ত সব জায়গায় ধুলাবালি আর লতাপাতা। দেখে মনে হয়-কোনো গল্পের রহস্যময় দৃশ্য!
-
কেউ বলেন ৬ বছর, কেউ বলেন ৯ বছর ধরে এখানে পড়ে আছে এই প্লেন। অথচ এর সামনে নেই কোনো নামফলক বা তথ্য বোর্ড। স্থানীয়দের দাবি, উড়োজাহাজটি ভাড়া নেওয়া জমিতে রেখেছে উত্তরার একটি প্রকৌশল কলেজ। মাঝে মাঝে শিক্ষার্থীরা এসে ব্যবহারিক ক্লাস করে যায়।
-
তবে আশপাশের মানুষের কৌতূহল কমেনি। প্রতিদিনই পথচারীরা দাঁড়িয়ে ভাবেন, ‘এত বড় বিমান প্লটে ঢুকল কীভাবে?’
-
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পুরোনো কর্মীদের মতে, এটি ফকার কোম্পানির তৈরি এফ-২৭ মডেলের একটি টার্বোপ্রপ প্লেন, যা একসময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ব্যবহার করত।
-
আশপাশে বহুতল ভবনের কাজ চললেও, প্লটের ভেতর এক টুকরো রহস্যঘেরা ইতিহাস হয়ে নিঃশব্দে পড়ে আছে এই উড়োজাহাজ।