মাওয়া-যাত্রাবাড়ী মূল সড়ক বন্ধ, ভোগান্তি চরমে
ঢাকা-মাওয়া যাত্রাবাড়ী মূল সড়ক দীর্ঘদিন ধরে মেরামতের জন্য বন্ধ থাকায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের ভোগান্তি দিন দিন বাড়ছে। বিশেষ করে ব্যাংক, বীমা এবং বিভিন্ন দোকানদারেরা ক্ষতির মুখে পড়েছেন। সড়ক বন্ধ থাকায় তাদের পণ্য পরিবহন, গ্রাহক গ্রহণ এবং দৈনন্দিন ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে। ছবি: বিপ্লব দীক্ষিৎ
-
দক্ষিণ বঙ্গের মাওয়া রোডের যানবাহনগুলোও বাধ্য হয়ে বিকল্প পথ ব্যবহার করছে। ফলে ওই রাস্তার যানজট দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
-
একদিকে মূল সড়ক বন্ধ থাকায় দূরপাল্লার বাস, লঞ্চ বা মালবাহী গাড়ি সবাই একত্রিত হচ্ছে অন্য পথে, আর অন্যদিকে ছোট যানবাহনও একই সড়কে চলাচল করছে। ফলে সাধারণ মানুষও ধীরগতিতে চলাচল করতে বাধ্য হচ্ছে।
-
স্থানীয়রা জানাচ্ছেন, শুধু ব্যবসায়ী নয়, সাধারণ যাত্রীরাও সমস্যার মুখোমুখি। সকাল এবং সন্ধ্যার সময় যানজট আরও প্রকট। জরুরি কাজে বা অফিসে পৌঁছানোও বিলম্বিত হচ্ছে।
-
বিশেষ করে যাত্রাবাড়ী এবং মাওয়ার মাঝামাঝি এলাকায় যানজটের কারণে নিত্যদিনের ভোগান্তি বেড়েই চলেছে।
-
বিশেষজ্ঞরা মনে করছেন, সড়ক সংস্কারের কাজ দ্রুত শেষ করা না হলে শুধু ব্যবসায়ী ও যাত্রীর নয়, পুরো এলাকা ধীরে ধীরে অর্থনৈতিকভাবে প্রভাবিত হবে।
-
এলাকায় যানবাহনের চলাচল স্বাভাবিক হলে ব্যবসায়িক কার্যক্রম দ্রুত পুনরায় সচল হবে এবং যানজটও কমে আসবে।
-
এই পরিস্থিতি শুধু একটি সড়কের নয়, ঢাকা-জেলাপর্যায় অর্থনৈতিক ও পরিবহন ব্যবস্থারও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। দ্রুত এবং কার্যকরী মেরামত ছাড়া স্থানীয় জনগণের দৈনন্দিন জীবন স্বাভাবিক হওয়া কঠিন হবে।