বৃষ্টিতে ভোগান্তির শহর, নগরবাসীর সংগ্রামী সকাল
ভোর থেকে থেমে থেমে বৃষ্টি। প্রথমে মনে হয়েছিল ঠান্ডা বাতাসে মিলবে প্রশান্তি, কিন্তু ঢাকার চেনা দৃশ্য যেন আবারও ফিরে এলো। অলিগলি ভরে গেল কাদা আর পানিতে, রাস্তায় জমল জলাবদ্ধতা। শহরের মানুষদের কাছে বৃষ্টি মানেই যেন আনন্দের সঙ্গে সঙ্গে ভোগান্তির আরেক নাম। ছবি: মাহবুব আলম
-
হাঁটুসমান পানিতে ভিজে যাচ্ছে স্কুলপড়ুয়া শিশুদের পোশাক, চাকরিজীবী মানুষদের জুতো আর গৃহিণীদের বাজারের ব্যাগ।
-
অফিসগামী অনেকে ছাতা মাথায় ভিজে যাচ্ছেন, কেউ আবার জুতো হাতে নিয়েই হেঁটে চলেছেন। কারও মুখে বিরক্তি, কারও চোখে ক্লান্তি, তবু জীবনের ছন্দ থেমে নেই।
-
ঢাকার এই জলাবদ্ধতা যেন এক নিত্যদিনের অভিশাপ।
-
প্রতিবার বৃষ্টি নামলেই মানুষের দুর্ভোগ বাড়ে।
-
ভোরের ব্যস্ত সময়ে যখন সবাই ছুটছে কর্মস্থলের দিকে, তখন জমে থাকা এই জল কেবল তাদের পথকেই আটকে দেয় না, মানসিক কষ্টও বাড়িয়ে তোলে।
-
রিকশাচালকরা অতিরিক্ত ভাড়া চাইছেন, বাসযাত্রীরা ভিজে দাঁড়িয়ে আছেন ঘণ্টার পর ঘণ্টা।
-
তবুও মানুষ থেমে থাকে না। বৃষ্টির পানিতে পা ডুবিয়ে, ভিজে শরীর নিয়েও তারা ছুটছে জীবনের তাগিদে।
-
এক মায়ের হাত ধরে ভিজে যাওয়া ছেলেটির চোখেমুখে ছিল হাসি-হয়তো সে জানে না তার মা কী সংগ্রাম করে তাকে স্কুলে পৌঁছে দিচ্ছেন।
-
এক বৃদ্ধ রিকশাচালক ভিজে কাপড়ে যাত্রী তুলছেন-হয়তো দিনশেষে পরিবারের মুখে ভাত তুলে দিতেই তার এই লড়াই।
-
ঢাকার এই বৃষ্টিভেজা জলাবদ্ধ সকাল যেন শহরের অদম্য সংগ্রামের প্রতিচ্ছবি। যেখানে প্রতিটি মানুষ প্রতিদিন প্রকৃতির প্রতিকূলতা আর নগরজটিলতার সঙ্গে লড়ে বাঁচে। তবুও তারা এগিয়ে যায়-কারণ তাদের শ্রমেই গড়ে ওঠে ঢাকার প্রতিটি সকাল, প্রতিটি দিন।