আজকের আলোচিত ছবি: ২৩ সেপ্টেম্বর ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এক অনুষ্ঠানের সাইডলাইনে সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে নিউইয়র্কের একটি হোটেলে বন্ধুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ সদস্য দিদারুল ইসলামের পরিবারের সদস্যরা সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ‘সোশ্যাল বিজনেস, ইয়ুথ অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক জাতিসংঘের উচ্চ পর্যায়ের সাইড ইভেন্টে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ছবি: পিআইডি
-
মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজমের সঙ্গে ঢাকায় মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে সাক্ষাৎ করেন বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। ছবি: পিআইডি
-
টঙ্গীর কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিস কর্মীদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি আহত ফায়ার সার্ভিস কর্মীদের জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। ছবি: কাজী আল আমিন
-
বর্তমানে বাংলাদেশের কাছে যে ডলার আছে তা আপৎকালীন সময়ের জন্য পর্যাপ্ত না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
-
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় বিচার চেয়ে মানববন্ধন করেছেন স্থানীয়রা। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাবি শাখার সাবেক সহ-সমন্বয়ক সালাহউদ্দিন আম্মারকে প্রতিহত করার ঘোষণাও দেন তারা। ছবি: মনির হোসেন মাহিন