আজকের আলোচিত ছবি: ২৪ সেপ্টেম্বর ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সাইডলাইনে বৈঠক করেন। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সাইডলাইনে বৈঠক করেন। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এনগোজি ওকোনজো-আইওয়ালা সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সাইডলাইনে বৈঠক করেন। ছবি: পিআইডি
-
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমদ এবং দক্ষিণ কোরিয়ার ভূমি, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয়ের উপমন্ত্রী লি সাং কিয়ং দক্ষিণ কোরিয়ায় আয়োজিত কে-জিও ফেস্টা-এ দু’দেশের পক্ষে ডিজিটাইজড ক্যাডাস্ট্রল সার্ভে এবং সমন্বিত ভূমি তথ্য ব্যবস্থাপনা সিস্টেম বাস্তবায়ন বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করেন। ছবি: পিআইডি
-
ঢাকায় হোটেল র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ‘নির্মিত/নির্মাণাধীন ভবনসমূহে সেপটিক ট্যাংক/এসটিপি স্থাপন’ বিষয়ক অংশীজনের সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: পিআইডি
-
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক হয়েছে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ। ছবি: জাগো নিউজ
-
ছিন্নমূল বণিক সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেছেন বর্তমান নেতারা। ছবি: জাগো নিউজ
-
বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) দুটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। ছবি: জাগো নিউজ
-
বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে একদিন বিরতির পর ফের জেলা নির্বাচন অফিস ঘেরাও করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্যরা। ছবি: নাহিদ ফরাজী
-
লাদাখ রাজ্যের মর্যাদা ও ষষ্ঠ তফসিলের দাবিতে ডাকা বন্ধ চলাকালে লে শহরে বিজেপির কার্যালয়ের সামনে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ছবি: এএনআইয়ের এক্স অ্যাকাউন্ট