আজকের আলোচিত ছবি: ২৬ সেপ্টেম্বর ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস গতকাল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ওএইচসিএইচআর আয়োজিত ‘হিউম্যান রাইটস ফর এভরিওয়ান, এভরিহোয়্যার-কোর অব আওয়ার শেয়ারড হিউম্যানিটি’ শীর্ষক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেগাজ গতকাল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ৮০তম অধিবেশনের সাইডলাইনে বৈঠক করেন। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস গতকাল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ‘বাংলাদেশের শ্রম অধিকার বিষয়ক’ উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠানে বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস গতকাল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে একটি অনুষ্ঠানে সহ-সভাপতির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
ষষ্ঠ আন্তর্জাতিক স্বাস্থ্য ও কৃষি বিষয়ক বায়োটেকনোলজি সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। ছবি: জাগো নিউজ
-
আজ রাজধানীর রমনা কালী মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, চলছে মণ্ডপ তৈরির কাজ, প্রতিমায় লাগছে রংতুলির আঁচড়, আলোকসজ্জা, নিরাপত্তা ব্যবস্থা সব মিলিয়ে বিরাজ করছে উৎসবের আমেজ। ছবি: জাগো নিউজ
-
জামায়াতের পিআর পদ্ধতি ও এনসিপির প্রতীক বরাদ্দের বিষয়টি নির্বাচনে কোনো ধরনের প্রভাব সৃষ্টি করবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। ছবি: জাগো নিউজ