ছবিতে ঢাকেশ্বরী মন্দিরের শেষ মুহূর্তের প্রস্তুতি
কাল থেকে ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতির ব্যস্ততা। রঙিন আলোকসজ্জা, পূজার সাজসজ্জা থেকে শুরু করে নিরাপত্তার বিষয়টিকেও রাখা হয়েছে সর্বোচ্চ অগ্রাধিকার। ছবি: মাহবুব আলম
-
পূজামণ্ডপ সাজানোর কাজ প্রায় শেষ।
-
ভক্ত ও দর্শনার্থীদের ভিড় নির্বিঘ্ন করতে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা ও পুলিশ কন্ট্রোল রুম।
-
মন্দির প্রাঙ্গণে সর্বত্র ছড়িয়ে আছে উৎসবের আমেজ।
-
ভক্তদের আরাম নিশ্চিত করতে মণ্ডপের ভেতরে লাগানো হয়েছে ফ্যান, করা হয়েছে বসার বিশেষ ব্যবস্থা।
-
রাজধানীর কেন্দ্রীয় এই মন্দিরকে ঘিরে এরইমধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। ছোট-বড় সবাই মিলিয়ে পূজা উদযাপনকে প্রাণবন্ত করে তুলতে ব্যস্ত আয়োজকরা।
-
শিশু-কিশোরদের মধ্যে যেমন আনন্দের ঝিলিক, তেমনি বয়স্কদের চোখে ভক্তিভরে দেবীকে বরণ করে নেওয়ার প্রস্তুতি।
-
ঢাকেশ্বরী মন্দির ছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় পূজামণ্ডপে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা।
-
ঢাকেশ্বরী মন্দিরে যেহেতু মূল কেন্দ্রীয় আয়োজন, তাই নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার দিকে দৃষ্টি রাখছে প্রশাসন।
-
আগামীকাল ষষ্ঠী পূজার মাধ্যমে দেবী দুর্গাকে বরণ করে নেবেন সনাতন ধর্মাবলম্বীরা। এরপর সপ্তমী, অষ্টমী, নবমী ও বিজয়া দশমীর মধ্য দিয়ে চলবে এই মহোৎসব। ঢাকেশ্বরী মন্দিরে তাই শেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আনন্দ-উৎসবের ছোঁয়া।