মালয়েশিয়া যেতে না পেরে শ্রমিকদের বিক্ষোভ
মালয়েশিয়ায় যেতে না পারার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছেন প্রবাসে যেতে আগ্রহী বহু শ্রমিক। দুপুরে তারা রাজধানীর কাওরানবাজার এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভে অংশ নেন। হঠাৎ এই অবরোধে পুরো এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। ছবি: মাহবুব আলম
-
মালয়েশিয়াগামী শ্রমিকদের অভিযোগ, নানা জটিলতা আর অনিশ্চয়তার কারণে দীর্ঘদিন ধরে তাদের যাত্রা বন্ধ হয়ে আছে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ভিসা ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এতে ক্ষোভে ফেটে পড়ে তারা রাজধানীর ব্যস্ততম সড়ক কাওরানবাজারে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
-
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সরিয়ে দেয়। তবে কয়েক ঘণ্টা সড়ক অবরোধ থাকায় আশপাশের এলাকায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। অফিসগামী মানুষ থেকে শুরু করে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
-
কাওরানবাজার রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা। হঠাৎ বিক্ষোভে গাড়ি থেমে থাকায় জট তৈরি হয় তেজগাঁও, ফার্মগেট ও বেগুনবাড়ি পর্যন্ত। ব্যবসায়ী থেকে শুরু করে শিক্ষার্থীরাও চরম ভোগান্তির শিকার হন।
-
বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক শ্রমিক প্রতিবছর মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য যান।
-
সাম্প্রতিক সময়ে নানা প্রশাসনিক জটিলতা ও শ্রমবাজার অনিশ্চয়তার কারণে অনেকের স্বপ্ন আটকে গেছে। ফলে ক্ষোভ ক্রমেই বাড়ছে প্রবাসে যেতে ইচ্ছুকদের মধ্যে।