আজকের আলোচিত ছবি: ২৯ সেপ্টেম্বর ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রখ্যাত বিনিয়োগকারী ও স্ন্যাপচ্যাটের সাবেক প্রধান কৌশল কর্মকর্তা (সিএসও) ইমরান খান বাংলাদেশের ফিনটেক, স্বাস্থ্যখাত এবং সামাজিক ব্যবসায় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। ছবি: প্রেস উইং
-
ঢাকায় মন্ত্রণালয়ের সভাকক্ষে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ এবং সারা দেশে ইলিশের প্রাপ্যতা, মূল্য ও সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: পিআইডি
-
ঢাকায় আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে ২০২৫-২৬ অর্থবছরের এডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভায় সভাপতির বক্তৃতা করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। ছবি: পিআইডি
-
খাগড়াছড়িসহ পার্বত্য অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারত ও ফ্যাসিস্টদের ইন্ধনে পাহাড়ে যেন কোনো ধরনের ঘটনা না ঘটতে পারে এজন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহায়তা করতে চায় যুক্তরাজ্য।
-
চট্টগ্রামের কুতুবদিয়া বর্হিনোঙ্গরে পৌঁছেছে রাশিয়া থেকে ৫২ হাজার ৫ শত মেট্রিক টন গম নিয়ে এমভি পার্থ আই জাহাজ। ছবি: পিআইডি
-
নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারিতে হবে উল্লেখ করে মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, নির্বাচন কমিশন এবং সরকার সবাই আমরা উদগ্রীব হয়ে আছি নির্বাচন করার জন্য৷ নির্বাচনের দিকে সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছি। ছবি: এম মাঈন উদ্দিন
-
সড়কে পিচের চিহ্ন নেই, উঠে গেছে ইট-পাথর-সুরকি। সড়কজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। এতে দুভোর্গে পড়েছে এই সড়ক নির্ভর ১৫টি গ্রামের অন্তত ৭০ থেকে ১ লাখ মানুষ। তবুও বছরের পর বছর সংস্কারহীন পড়ে আছে ঈশ্বরদী উপজেলার পদ্মা তীরবর্তী লক্ষ্মীকুন্ডা ও পাকশী ইউনিয়নের ১৭ কিলোমিটার সড়ক। ছবি: শেখ মহসীন
-
প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল ও ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ছবি: মিনারুল ইসলাম জুয়েল