আজকের আলোচিত ছবি: ৩০ সেপ্টেম্বর ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে সাক্ষাৎ করেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস এর সঙ্গে সাক্ষাৎকালে পরিদর্শন বইয়ে সই করেন। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে নিউইয়র্কের একটি হোটেলে সাক্ষাৎ করেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং স্বল্পোন্নত দেশ, স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ এবং ক্ষুদ্র দ্বীপপুঞ্জের উন্নয়নশীল দেশের উচ্চ প্রতিনিধি রাবাব ফাতিমা। ছবি: পিআইডি
-
নিউইয়র্কের একটি হোটেলে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে রবার্ট এফ.কেনেডি মানবাধিকার সংস্থার সভাপতি কেরি কেনেডি-এর নেতৃত্বে প্রতিনিধিদল বৈঠক করে। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে ফটোসেশনে অংশ নেন রবার্ট এফ.কেনেডি মানবাধিকার সংস্থার সভাপতি কেরি কেনেডি-এর নেতৃত্বে প্রতিনিধিদল বৈঠক করে। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে নিউইয়র্কের একটি হোটেলে সাক্ষাৎ করেন ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে নিউইয়র্কের একটি হোটেলে সাক্ষাৎ শেষে ফটোসেশনে অংশ নেন ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে নিউইয়র্কের একটি হোটেলে সাক্ষাৎ শেষে সাক্ষাৎ শেষে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ। ছবি: পিআইডি
-
রাঙ্গামাটির গর্জনতলী ও তবলছড়ি কালীমন্দিরসহ বিভিন্ন পুজামণ্ডপ পরিদর্শন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। ছবি: পিআইডি
-
মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারি হাসপাতালে স্বাস্থ্য সেবায় ‘হাসপাতাল সমাজসেবা’র গুরুত্ব বিষয়ক মতবিনিময় সভায় সভাপতির বক্তৃতা করেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। ছবি: পিআইডি
-
মন্ত্রণালয়ের সভাকক্ষে সমন্বয় সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা। ছবি: পিআইডি
-
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত ফ্যাসিস্টদের শক্তি বড় চ্যালেঞ্জ, তাদের নেতাকর্মী ও সাপোর্টাররাও বড় চ্যালেঞ্জ। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে অনুদানের অর্থ দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ। কোম্পানির ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) থেকে এ অর্থ দেওয়া হয়েছে।
-
ফরিদপুর শহরের রামকৃষ্ণ মিশন আশ্রমে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া জেলার নয়টি উপজেলার ৭৫৮টি মণ্ডপে মহাঅষ্টমী পূজা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন মণ্ডপে উপোস থেকে ভক্তরা দেবী দুর্গার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে। ছবি: এন কে বি নয়ন