ঢাকায় বৃষ্টির পর জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী
ভোরের দিকে রাজধানী ঢাকায় নামলো ভারি বৃষ্টি। একটানা বৃষ্টির জেরে মুহূর্তেই শহরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হলো জলাবদ্ধতা। বিশেষ করে মালিবাগ ও মৌচাক এলাকার সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়ায় পথচারী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগে পড়তে হলো। ছবি: মাহবুব আলম
-
প্রতিদিন সকালে যেখানে অফিসগামী মানুষের ভিড়ে ভরে যায় এসব সড়ক, আজ সেখানে পানিবন্দি হয়ে পড়লেন অনেকে।
-
হাঁটুসমান পানির কারণে অনেকেই ভিজে গিয়ে কর্মস্থলে পৌঁছেছেন।
-
রিকশা ও ছোট যানবাহন চলাচলে বিপাকে পড়েছে, আবার অনেক রাস্তায় দাঁড়িয়ে থেকেও যাত্রীদের যাতায়াতের ব্যবস্থা করতে হয়েছে।
-
মালিবাগ-মৌচাকের দোকানপাট ও ফুটপাতের ব্যবসায়ীরাও বৃষ্টির পানিতে বিপাকে পড়েছেন।
-
অনেক দোকানে পানি ঢুকে গেছে, আবার কেউ কেউ দোকানের সামনে অস্থায়ী বাঁধ দিয়ে পানি ঠেকানোর চেষ্টা করেছেন।
-
শহরে বৃষ্টি নামলেই এমন জলাবদ্ধতা যেন নিত্যদিনের সঙ্গী।
-
আধুনিক রাজধানী হয়েও কেন সামান্য বৃষ্টিতে রাস্তাঘাট ডুবে যায়-এ প্রশ্ন আজও অনুত্তরিত।
-
উন্নয়ন কাজের পরও জলাবদ্ধতার যন্ত্রণায় ভোগান্তি যেন বাড়ছেই, কমছে না।
-
আজকের ভোরের বৃষ্টি তাই ঢাকাবাসীর জন্য স্বস্তির চেয়ে দুর্ভোগই বেশি বয়ে এনেছে।
-
মালিবাগ-মৌচাকের পানিবন্দি চিত্র যেন আবারও মনে করিয়ে দিল নগরীর পুরোনো সমস্যার কথা।