আজকের আলোচিত ছবি: ১ অক্টোবর ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাজধানীতে সরকারি মাদরাসা-ই-আলিয়া, ঢাকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। ছবি: পিআইডি
-
রাজধানীতে সরকারি মাদরাসা-ই-আলিয়া, ঢাকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি: পিআইডি
-
ঢাকায় ধানমন্ডিতে মসজিদ উত-তাকওয়া সোসাইটির আয়োজনে তিন দিনব্যাপী সিরাত ২০২৫-এর উদ্বোধন শেষে প্রতীকীরূপে মহানবি (সা.)-এর যাপিত জীবনকে তুলে ধরে মাটির ঘর, খেঁজুর পাতার ছাওনি, তৈজসপত্র এবং প্রিয় খাবার প্রদর্শনী ঘুরে দেখেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি: পিআইডি
-
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, সীমান্তবর্তী দুই হাজারের বেশি পূজামণ্ডপের নিরাপত্তার পাশাপাশি রাজধানীসহ সারাদেশের বড় পূজামণ্ডপগুলোর নিরাপত্তায়ও বিজিবি কাজ করছে। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বেই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে যত বাধাই আসুক জনগণ তা প্রতিহত করবে। এটাই জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন সরকারের বৈধতা ও জনগণের সামাজিক চুক্তি। ছবি: শাহজাহান নবীন
-
নেত্রকোনার মেদনী-সিধলী সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। বেলা ১১টায় জেলা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: এইচ এম কামাল
-
দীর্ঘ পাঁচ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের যানচলাচল স্বাভাবিক হয়নি। সকাল হতে তীব্র এই যানজট সৃষ্টির ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী এবং যানবাহন চালকরা। বিশেষ করে বেকায়দায় রয়েছে শিশু এবং অসুস্থ রোগীরা। ছবি: মো. আকাশ
-
সাভারের ফুলবাড়িয়াসহ দুই এলাকার জলাবদ্ধতা নিরসনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এতে মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানচলাচল বন্ধ হয়ে তীব্র যানজট দেখা দেয়। ছবি: মাহফুজুর রহমান নিপু
-
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৯। এতে এখন পর্যন্ত প্রায় ৬৯ জন নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। ছবি: এএফপি