ছবিতে ফাঁকা ঢাকা
দেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চারদিনের সরকারি ছুটি শুরু হয়েছে ১ অক্টোবর থেকে। আর ছুটির প্রথম দিন ভোরেই ভারী বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। আজ ও হয়নি ব্যতিক্রম। এ কারণে সকাল থেকেই ফাঁকা মহানগরীর সড়কগুলো। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
স্বাভাবিক দিনে সকাল থেকেই শহরে হাজির হওয়া চিরচেনা যানজটের রূপ বুধবার বৃষ্টি আর ছুটির প্রভাবে পাল্টে যায়।
-
সড়কজুড়ে বিরাজ করছে এক ধরনের শান্ত ও ফাঁকা পরিবেশ।
-
অন্যদিনের তুলনায় সড়কে গণপরিবহনসহ অন্যান্য গাড়ির সংখ্যা অনেক কম।
-
জরুরি প্রয়োজনে যারা বের হয়েছেন তারা জলজট ও গণপরিবহন কম থাকায় কিছুটা দুর্ভোগে পড়েছেন।
-
সড়কগুলো অনেকটা ফাঁকা থাকলেও মেট্রোরেলে রয়েছে যাত্রীদের চাপ। বৃষ্টি আর সড়কে জলাবদ্ধতার কারণে যাত্রীরা মেট্রোরেল ব্যবহার করছেন।
-
এদিকে সড়কে রিকশা ও অটোরিকশার আনাগোনা আছে চোখে পড়ার মতো। স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য মানুষ এ বাহনগুলোকেই বেছে নিচ্ছেন।
-
তবে যাত্রী কম থাকায় অনেক চালকই অলস সময় পার করছেন। আবার কোথাও কোথাও বৃষ্টির অজুহাতে অতিরিক্ত ভাড়া চাওয়ার অভিযোগও পাওয়া গেছে।
-
অন্যদিকে রাইড শেয়ার করা মোটরসাইকেলের চালকদেরও অলস সময় পার করতে দেখা গেছে। মোড়ে মোড়ে তারা সারি দিয়ে বসে আছেন, হাঁকডাক করেও যাত্রী পাচ্ছেন না।
-
বৃষ্টি এবং ছুটির এ পরিস্থিতিতে সড়কের শৃঙ্খলা রক্ষায় মহানগর পুলিশের ট্রাফিক বিভাগেও খুব একটা ঝামেলা পোহাতে হচ্ছে না।