দেবী বিসর্জনে ভক্তদের ঢল, সদরঘাটে কড়া নিরাপত্তা
শারদীয় দুর্গোৎসবের রঙিন আবহ শেষ হলো দেবী বিসর্জনের মধ্য দিয়ে। শুভ বিজয়ার দিনে ঢাকার সদরঘাট-ওয়াইজঘাট এলাকা মুখর হয়ে ওঠে দেবীর ভক্তদের ভিড়ে। ছবি: মাহবুব আলম
-
বিকেল থেকেই ট্রাকে করে একে একে প্রতিমা নিয়ে আসতে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা।
-
মঙ্গলধ্বনি, ঢাকের বাজনা আর শঙ্খধ্বনিতে মুখর চারদিক।
-
প্রতিমা বহনকারী শোভাযাত্রা সদরঘাট এলাকায় পৌঁছালে শুরু হয় নৌকা যাত্রার প্রস্তুতি।
-
ভক্ত-অনুরাগীরা গান-বাজনা ও উল্লাসে মেতে উঠে দেবী দুর্গার প্রতিমা নৌকায় তোলেন। এরপর বুড়িগঙ্গার বুকে ধীরে ধীরে বিসর্জন দেওয়া হয় দেবীকে।
-
মায়ের বিদায়ের মুহূর্তে আবেগে ভেসে ওঠেন ভক্তরা। চোখে-মুখে আনন্দ ও দুঃখের মিশ্র আবেগ-একদিকে দেবীর বিদায়ের বেদনা, অন্যদিকে আগামী বছরে আবার ফিরে আসবেন দেবী, সেই আশ্বাস।
-
এবারের বিসর্জনকে কেন্দ্র করে সদরঘাট ও আশপাশের এলাকায় নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা।
-
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো এলাকাজুড়ে টহল চালান। নৌ-পুলিশ, র্যাব ও স্থানীয় প্রশাসনের তৎপরতায় নির্বিঘ্নেই সম্পন্ন হয় দেবী বিসর্জন।
-
বিসর্জনে উপস্থিত এক ভক্ত বলেন, ‘মায়ের বিদায় আমাদের কষ্ট দেয়, কিন্তু বিশ্বাস আছে আগামী বছর আবার তিনি আসবেন। এভাবেই প্রজন্মের পর প্রজন্ম ধরে চলছে আমাদের উৎসব।’
-
বিসর্জনের আনুষ্ঠানিকতা শেষ হলেও ভক্তদের পদচারণায় মুখর থাকে পুরো সদরঘাট এলাকা। আলো ঝলমলে দৃশ্যের সঙ্গে ঢাকঢোলের তালে বিদায়ের এই আয়োজনে যুক্ত হয় অনন্য আবহ।
-
দুর্গাপূজা শেষ হলেও ভক্তদের প্রত্যাশা-অশুভ শক্তি বিনাশ করে আগামী বছর আবার শুভ শক্তির বার্তা নিয়ে ফিরে আসবেন দেবী দুর্গা।