আজকের আলোচিত ছবি: ২ অক্টোবর ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ছবি: পিআইডি
-
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। ছবি: পিআইডি
-
বিজয়া দশমীর মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দেবী দুর্গাকে বিদায় জানানোর আগে রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপে ভক্তরা সিঁদুর খেলায় মেতে ওঠেন। অন্যদিকে রঙের হোলি খেলায় মাতেন তরুণ-তরুণীরাও। ছবি: মাহবুব আলম
-
শারদীয় দুর্গাপূজার ছুটিতে রাজধানীর মিরপুর চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। ছবি: জাগো নিউজ
-
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুমিল্লা জেলা শাখার সভাপতি ডা. এম এম হাসানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ছবি: জাহিদ পাটোয়ারী
-
দীর্ঘ আড়াই বছর পর পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত কেওক্রাডং। ফলে গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যটক সমাগম ঘটেছে এই পর্বতসৃঙ্গে। ছবি: নয়ন চক্রবর্তী
-
ইসরায়েলের জলসীমা থেকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌকা আটকের ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ শুরু হয়েছে। ইউরোপের দেশ ইতালি, গ্রিস, স্পেন, ফ্রান্স, বেলজিয়াম, আয়ারল্যান্ড এবং তুরস্ক ছাড়াও বিক্ষোভ শুরু হয়েছে মালয়েশিয়া, আর্জেন্টিনা ও কলম্বিয়াসহ বিভিন্ন দেশে। এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন বিশ্ব নেতারা। ছবি: এএফপি