ফ্রেমবন্দি ফরিদপুরের ইলিশের মেলা
নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগের রাতে ফরিদপুরের ভাঙ্গায় রাতের বেলা বসে ইলিশ মাছের মেলা। মেলাকে ঘিরে ইলিশ কিনতে ভাঙ্গাসহ আশপাশের কয়েক উপজেলার হাজারো মানুষ এসে ভিড় জমায়। ছবি: এন কে বি নয়ন
-
৩ অক্টোবর সন্ধ্যার পর থেকে ভোর রাত পর্যন্ত পৌরসভার হাসামদিয়া ফ্লাইওভারের নিচে বসে এ মেলা।
-
জানা গেছে, শুক্রবার মধ্যরাত থেকে সারা দেশে ইলিশ শিকার, সংরক্ষণ ও পরিবহনে সরকারি নিষেধাজ্ঞা কার্যকরের আগের রাতে প্রতিবছরের মতো এবারও ইলিশের মেলা বসে।
-
স্থানীয় ছাড়াও আশপাশের লোকজন ইলিশ কিনতে জড়ো হন। বাজারের তুলনায় এখানে মাছের দাম কিছুটা কমের কারণে পছন্দের ইলিশ কিনতে পেরে খুশি ক্রেতারা। তবে তুলনামূলক এবার ইলিশের আমদানি কম হলেও দাম খুব একটা বাড়েনি।
-
মেলায় ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হয় ২ হাজার থেকে ২২০০ টাকায়, ৫০০ গ্রাম সাইজের ইলিশ বিক্রি হয় কেজিপ্রতি ৮০০ থেকে ১০০০ টাকায়, আর ২৫০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হয় ৫৫০ থেকে ৬০০ টাকায়।
-
সোহাগ মাতুব্বর নামের এক ক্রেতা বলেন, প্রতিবছর নিষেধাজ্ঞার আগের রাতে এ মেলা বসে। প্রায় মাস খানেক বেচাকেনা বন্ধ থাকবে। তাই কম দামে মাছ কিনতে হাজারো মানুষ ভিড় জমায়। দাম কমের কারণে পরিবারের জন্য বেশ কয়েক কেজি ইলিশ মাছ কিনে রেখেছি।
-
মাছ ব্যবসায়ী রুস্তম আলী বলেন, প্রতি বছর একবারই এই রাতের ইলিশ মেলা বসে। মেলায় রাতভর চলে রূপালী ইলিশের বেচাকেনা। এবার এক রাতের এ মেলায় অন্তত ৮০ থেকে ১০০ টন ইলিশ কেনাবেচা হয়।মাছের আমদানি থেকে ক্রেতার সংখ্যা বেশি।