চিরচেনা ছন্দে রাজধানী
পূজার ছুটির আমেজ কাটতে না কাটতেই রাজধানী ঢাকা আবারও ফিরে এসেছে সেই চেনা ছন্দে। কয়েক দিনের নিস্তব্ধতা ও স্বস্তির পর আজ সকালে শহরজুড়ে দেখা গেছে কর্মচাঞ্চল্য ও যানজটের পুরনো চিত্র। ছবি: মাহবুব আলম
-
কারওয়ান বাজার, ফার্মগেট, বিজয় সরণি থেকে শুরু করে মতিঝিল পর্যন্ত রাস্তায় সকাল থেকেই গাড়ির সারি, রিকশা, বাস ও মোটরসাইকেলের হর্নে মুখরিত হয়ে উঠেছে শহর।
-
ছুটির সময়ে যারা গ্রামের বাড়িতে গিয়েছিলেন, তারা এখন ফিরছেন কর্মস্থলে।
-
অফিসগামী মানুষের ভিড়, স্কুলছাত্রদের ব্যস্ততা-সব মিলিয়ে ঢাকায় ফিরেছে সেই চেনা গতি।
-
কারওয়ান বাজার এলাকায় সকাল থেকেই থেমে থেমে চলছে যানজট। দোকানপাট খুলতে শুরু করেছে, ফুটপাতেও জমে উঠেছে ক্রেতা-বিক্রেতার আড্ডা।
-
রাস্তায় একজন অফিসগামী বলেন, ‘দুই-তিন দিন একটু স্বস্তি ছিল, রাস্তায় গাড়ি কম ছিল। কিন্তু আজ মনে হচ্ছে আবার সেই আগের ঢাকায় ফিরে এসেছি।’
-
রাজধানীর বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও লক্ষ্য করা গেছে। যানবাহনের চাপ সামলাতে ট্রাফিক পুলিশকে বেশ বেগ পেতে হচ্ছে।
-
পূজার ছুটির প্রশান্তি শেষে রাজধানীর রাস্তাগুলো যেন আবারও ফিরে পেয়েছে জীবনের ছন্দ, ব্যস্ত শহরের স্বাভাবিক গতিময়তা।