আজকের আলোচিত ছবি: ৮ অক্টোবর ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ঢাকায় তেজগাঁওয়ে তার কার্যালয়ে এলডিসি হতে উত্তরণ সংক্রান্ত আলোচনা সভায় বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
ঢাকায় হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ‘এফেকটিভ সোশাল ডায়ালগ অ্যাজ আ লিভার ফর ইনক্লুসিভ অ্যান্ড সাসটেইনেবল লেবার রিফর্মস ইন বাংলাদেশ: বেঞ্চমার্কস, লেসনস লার্নড অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক উচ্চ পর্যায়ের ত্রিপক্ষীয় সম্মেলনে অংশ নেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন। ছবি: পিআইডি
-
রাজধানীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সক্ষমতা বাড়াতে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) ২০টি নতুন পেট্রোলিং গাড়ি দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত
-
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছ থেকে গাড়ির চাবি বুঝে নেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী। ছবি: সংগৃহীত
-
নিরাপদে প্রস্থানের পথ (সেফ এক্সিট) খুঁজছেন না মন্তব্য করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বাকিটা জীবনও বাংলাদেশেই কাটিয়ে যাবো। ছবি: জাগো নিউজ
-
ঢাকায় তথ্য ভবনে ২০২৪-২০২৫ অর্থবছরের সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাতা ও ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টদের সমন্বয়ে অনুদানের চলচ্চিত্র নির্মাণে গাইডলাইন প্রদানের লক্ষ্যে অনুষ্ঠিত ল্যাবে প্রধান অতিথির বক্তৃতা করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। এসময় মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
-
ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি: পিআইডি
-
ঢাকায় জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উপলক্ষ্যে আয়োজিত র্যালিতে অংশ নেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি: পিআইডি
-
সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধকরণ কার্যক্রম বাস্তবায়নে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মনিটরিং টিম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্ট মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। ছবি: পিআইডি
-
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ ৯টি মূল বিষয় সামনে রেখে ৩৩ ইশতেহার ঘোষণা করেছে। ছবি: জাগো নিউজ
-
পেশাগত নিরাপত্তা ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের নিশ্চয়তা দাবিতে খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন। ছবি: জাগো নিউজ
-
চট্টগ্রামের হাটহাজারীতে ক্ষতিপূরণের আশ্বাসে ছয় ঘণ্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। ছবি: জাগো নিউজ
-
বিভিন্ন সরঞ্জাম কেনাকাটায় অতিরিক্ত ব্যয় দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে পশ্চিমাঞ্চল রেলভবনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান চলছে। ছবি: সাখাওয়াত হোসেন
-
চুয়াডাঙ্গায় আশঙ্কাজনকভাবে বাড়ছে ছোঁয়াচে চর্মরোগ স্ক্যাবিসের সংক্রমণ। শিশু, নারী, বয়স্ক সব বয়সি মানুষ আক্রান্ত হচ্ছেন এই রোগে। জেলার সদর হাসপাতালে প্রতিদিন গড়ে ১৫০ থেকে ২০০ জন মানুষ চিকিৎসা নিচ্ছেন। ফলে পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। ছবি: হুসাইন মালিক
-
মিয়ানমারের মধ্যাঞ্চলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি উৎসবে বোমা হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪৭ জন। ছবি: বিবিসি