আজকের আলোচিত ছবি: ৯ অক্টোবর ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ঢাকায় তেজগাঁওয়ে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় সভাপতিত্ব করেন। ছবি: পিআইডি
-
ঢাকায় আগারগাঁওয়ে বিশ্ব ডাক দিবস উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত শোভাযাত্রায় অংশ নেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। ছবি: পিআইডি
-
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ঢাকায় আগারগাঁওয়ে বিশ্ব ডাক দিবস ২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ঢাকায় আগারগাঁওয়ে বিশ্ব ডাক দিবস ২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠানে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন। ছবি: পিআইডি
-
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য সেবা বিভাগ আয়োজিত টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষ্যে প্রেস ব্রিফিং করেন। ছবি: পিআইডি
-
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য দিতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন। ছবি: ফজলুল হক মৃধা
-
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে পরিবহন শ্রমিকদের মাঝে চক্ষুচিকিৎসা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও আন্তর্জাতিক দৃষ্টিসেবা সংস্থা- ভিশনস্প্রিং বাংলাদেশ। ছবি: জাগো নিউজ
-
রাজধানীর যাত্রাবাড়ীর পর এবার মালিবাগে একটি শপিংমলে জুয়েলার্সের দোকান থেকে ৫০০ ভরি সোনা চুরির ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরায় দেখা গেছে, চোরচক্রের দুজন সদস্য বোরকা পরে জুয়েলারি দোকানটির তালা কেটে এই সোনা চুরি করছে। ছবি: সংগৃহীত
-
ন্যায্যমূল্যের বাজার হিসেবে পরিচিতি থাকলেও ময়মনসিংহের শম্ভুগঞ্জ বাজারে হঠাৎ করেই নিত্যপণ্যের দাম বেড়েছে। ছবি: কামরুজ্জামান মিন্টু