আজকের আলোচিত ছবি: ১৪ অক্টোবর ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বাংলাদেশে আশ্রয় নেওয়া ১৩ লাখ রোহিঙ্গার জন্য খাদ্য সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কার্ল স্কাউ। ছবি: সিএ প্রেস উইং
-
ইতালির রাজধানী রোমের এক হোটেলে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ প্রতিশ্রুতি দেন। ছবি: সিএ প্রেস উইং
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইতালির রোমে সাক্ষাৎ করেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তরে সংস্থাটির মহাপরিচালক কু ডংইউ। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তরে সংস্থাটির মহাপরিচালক কু ডংইউর সঙ্গে সাক্ষাৎকালে তার লেখা বই উপহার দেন। ছবি: পিআইডি
-
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তরে সংস্থাটির মহাপরিচালক কু ডংইউর সঙ্গে সাক্ষাৎ শেষে ফটোসেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা। ছবি: পিআইডি
-
ইতালির রোমে একটি হোটেলে প্রধান উপদেষ্টার সফর বিষয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। ছবি: পিআইডি
-
ঢাকায় কমলাপুরে বীরশ্রেষ্ট শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে আর্টিফিশিয়াল টার্ফ মাঠ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: পিআইডি
-
ঢাকায় কমলাপুরে বীরশ্রেষ্ট শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে আর্টিফিশিয়াল টার্ফ মাঠ উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: পিআইডি
-
ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় জাতীয় ফার্নিচার মেলা ২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি: পিআইডি
-
ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় জাতীয় ফার্নিচার মেলা ২০২৫-এর উদ্বোধন শেষে পরির্দশন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি: পিআইডি
-
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় জাতীয় ফার্নিচার মেলা ২০২৫-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। ছবি: পিআইডি
-
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও কসমিক ফার্মা নামের একটি কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে দগ্ধ হয়ে ৯ জন নিহত হয়েছেন। অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন আরও ৮ জন।
-
বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে মার্চ টু সচিবালয় কর্মসূচি শুরু করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত কয়েক হাজার শিক্ষক। ছবি: মাহবুব আলম
-
কোনো একটি দলের লোকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়ে নীলনকশার নির্বাচন করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মো. তাহের।
-
জামায়াতে ইসলামী আওয়ামী লীগের লেজ ধরে চলতে ভালোবাসে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।