মর্গের দরজায় কান্নার প্রতিধ্বনি

প্রকাশিত: ০২:৫৬ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ আপডেট: ১১:১৮ এএম, ২৯ অক্টোবর ২০২৫

রুপনগরের কেমিক্যাল অগ্নিকাণ্ডের পর ঢাকা মেডিকেল কলেজের মর্গ এখন স্বজনদের অশ্রুতে ভেজা এক প্রতীক্ষার স্থান। কেউ ছবি হাতে, কেউ আইডি কার্ডে ভরসা রেখে খুঁজছেন প্রিয়জনের শেষ চিহ্ন। সাদা কাপড়ে মোড়ানো দেহের পাশে চলছে সনাক্তের চেষ্টা, আর বাতাসে ভাসছে পোড়া গন্ধের সঙ্গে মিলেমিশে যাওয়া কান্নার প্রতিধ্বনি। এই গ্যালারিতে ধরা আছে সেই বেদনার মুহূর্ত, যেখানে প্রতিটি মুখ একেকটি অসমাপ্ত গল্প। ছবি: মাহবুব আলম