দাবির মঞ্চে শিক্ষকরা, সতর্ক পুলিশ
ন্যায্য দাবি আদায়ে আবারও রাস্তায় দেশের শিক্ষকরা। হাতে ব্যানার, মুখে স্লোগান-শাহবাগ মোড় জুড়ে গর্জে উঠেছে তাদের কণ্ঠ। রোদে পুড়ে, ধুলোয় ঢাকা ক্লান্ত মুখেও আছে দৃঢ় প্রতিজ্ঞা, ‘অধিকার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবেই’। চারপাশে সতর্ক পুলিশ, আর মাঝখানে শিক্ষক সমাজের প্রতিবাদের মঞ্চ-শিক্ষার মর্যাদা রক্ষার লড়াই যেন আজ রাস্তায় নেমেছে। ছবি: মাহবুব আলম
-
আজকের ঢাকার শাহবাগ মোড়ে দুপুরটা ছিল অন্য দিনের চেয়ে আলাদা। স্কুল-কলেজের ক্লাস ফাঁকা, রাস্তায় থেমে থাকা বাস, পুলিশের লাল-নীল ফ্ল্যাশিং লাইট-সব মিলিয়ে এক উত্তেজনাপূর্ণ পরিবেশ।
-
বেলা গড়াতেই আন্দোলনরত শিক্ষকরা নামলেন রাস্তায়, দখল করে নিলেন শাহবাগ মোড়। দাবি-দাওয়া জানাতে শুরু হলো স্লোগান, ব্যানার হাতে শিক্ষকদের সারি যেন এক দৃঢ় প্রতিজ্ঞার প্রতিচ্ছবি।
-
সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছেন। আজকের কর্মসূচি সেই দাবিগুলোরই অংশ।
-
একজন আন্দোলনকারী শিক্ষক বললেন, আমরা ক্লাসরুমে নীরব থেকে থেকেও দেশের ভবিষ্যত তৈরি করি। অথচ নিজেদের ন্যায্য অধিকার পেতে আজ আমাদের রাস্তায় আসতে হয়েছে-এটাই সবচেয়ে কষ্টের।
-
পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঘিরে রেখেছে পুলিশ। বোমা নিষ্ক্রিয়করণ দল ও জলকামানও মোতায়েন করা হয় যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য। তবে আন্দোলনকারীরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন এবং পুলিশের সঙ্গে তাৎক্ষণিক কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি।
-
রোদে পুড়ে, ধুলোয় ঢাকা ক্লান্ত মুখগুলোতেও আছে স্পষ্ট প্রতিজ্ঞা, আমরা কথা না শোনা পর্যন্ত রাস্তায় থাকব। কেউ স্লোগান দিচ্ছেন, কেউ চুপচাপ বসে আছেন ব্যানার হাতে। মাঝেমধ্যে কেউ পানির বোতল বাড়িয়ে দিচ্ছেন আরেকজনের দিকে-সেই মুহূর্তগুলো যেন একাত্মতার প্রতীক।
-
সূর্য ঢলে পড়েছে, তবুও শাহবাগের বাতাসে স্লোগানের প্রতিধ্বনি। পুলিশ এখনো সতর্ক, শিক্ষকরাও অবস্থান ধরে রেখেছেন। কেউ বলেন, এই আন্দোলন কেবল বেতন বা সুবিধার নয়; এটি মর্যাদা ও স্বীকৃতির লড়াই। আজকের শাহবাগ যেন সেই লড়াইয়ের প্রতীক- যেখানে ব্লকেড শুধু সড়কে নয়, জমে থাকা বছরের পর বছরের অবহেলাকেও থামিয়ে দিয়েছে।