শিক্ষকদের দাবিতে আটকে নগরজীবনের চাকা
শাহবাগ মোড়ে আন্দোলনরত শিক্ষকদের অবরোধে আজ দুপুর থেকেই অচল হয়ে পড়েছে রাজধানীর প্রাণকেন্দ্র। দাবিদাওয়া জানাতে রাস্তায় অবস্থান নিয়েছেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। তাদের স্লোগানে মুখর শাহবাগ এলাকা যেন পরিণত হয়েছে দাবির মঞ্চে। কিন্তু এই অবরোধের ঢেউ ছড়িয়ে পড়েছে আশপাশের সড়কগুলোতেও-বিশেষ করে কাওরানবাজারে তৈরি হয়েছে তীব্র যানজট। ছবি: মাহবুব আলম
-
দুপুরের পর থেকেই শিক্ষকরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে শাহবাগ মোড়ে জড়ো হন। স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা, ন্যায্য দাবি মেনে নাও, শিক্ষা বাঁচাও। কেউ বসে আছেন রাস্তায়, কেউ দাঁড়িয়ে হাত উঁচিয়ে প্রতিবাদের কণ্ঠ মিলাচ্ছেন।
-
ফায়ার সার্ভিস, পুলিশ ও ট্রাফিক বিভাগের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পক্ষ থেকে তৈরি রাখা হয়েছে জলকামান ও অতিরিক্ত ফোর্স।
-
শাহবাগের অবরোধের প্রভাব পড়েছে রাজধানীর অন্যতম ব্যস্ত সড়ক কাওরানবাজারে। অফিস ফেরা মানুষ, গণপরিবহন ও পণ্যবাহী ট্রাক-সব মিলে সৃষ্টি হয়েছে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট।
-
তীব্র গরমে ঘামে ভিজে গেছে পথচারীদের মুখ, রিকশাচালকদের মুখে ক্লান্তি। বাসের ভেতর শিশুর কান্না, মোটরসাইকেলচালকদের হর্ন-সব মিলিয়ে শহরজুড়ে বিরক্তি আর অস্থিরতার আবহ।
-
একদিকে শিক্ষকদের ন্যায্য দাবি, অন্যদিকে শহরের মানুষদের ভোগান্তি-এই দুই বাস্তবতা যেন মুখোমুখি দাঁড়িয়ে আছে শাহবাগ মোড়ে। একপাশে দৃঢ় মুখে শিক্ষকদের স্লোগান, অন্যপাশে ক্লান্ত ও বিরক্ত যাত্রীদের দীর্ঘশ্বাস।
-
সূর্য ঢলে পড়েছে, কিন্তু শাহবাগ এখনো উত্তপ্ত। ব্যানার হাতে দাঁড়িয়ে আছেন শত শত শিক্ষক-দৃঢ়, অনড়। কাওরানবাজারের রাস্তায় তখনো হর্নের শব্দ, ধীর গতিতে এগিয়ে চলা গাড়ির লাইন। শহর জানে-যতক্ষণ দাবির মঞ্চে শিক্ষকরা, ততক্ষণ থেমে থাকবে এই নগরীর গতি।