আজকের আলোচিত ছবি: ১৫ অক্টোবর ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ইতালির রোমে দুইদিনের সফর শেষে আজ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ইতালির রোমে দুইদিনের সফর শেষে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানানো হয়। ছবি: পিআইডি
-
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে সাক্ষাৎ করেন আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দুলৌহাব সাইদানি। ছবি: পিআইডি
-
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ঢাকায় আগারগাঁওয়ে বিডার সম্মেলনকক্ষে বিদেশি বিনিয়োগকারী প্রবাসী কর্মীদের ভিসা কর্মানুমতি ও নিরাপত্তা ছাড়পত্র সহজীকরণ বিষয়ক এক কর্মশালায় সভাপতির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
ঢাকায় মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন চত্বরে ‘বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৫’ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ । ছবি: পিআইডি
-
ঢাকায় মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন চত্বরে ‘বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৫’ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাদাছড়ি বিতরণ, আর্থিক প্রণোদনা ও সম্মাননা স্মারক প্রদান করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ । ছবি: পিআইডি
-
বাংলাদেশ সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধকরণ কার্যক্রম বাস্তবায়নে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মনিটরিং টিম। ছবি: পিআইডি
-
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের উপস্থিতিতে বিভাগের সচিব আব্দুন নাসের খান ঢাকায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলনকক্ষে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.) এর কাছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি রেভিনিউ শেয়ারিং ও সামাজিক দায়বদ্ধতা তহবিল বাবদ তিনটি চেক হস্তান্তর করেন। ছবি: পিআইডি