আনন্দে মেতেছেন ভালো রেজাল্ট করা শিক্ষার্থীরা
আনন্দে ভরপুর মুখ, হাতে মিষ্টির প্যাকেট আর চোখে ভবিষ্যতের স্বপ্ন-ভালো ফলাফল করা শিক্ষার্থীদের আজ যেন উৎসবের দিন। কেউ পরিবারের সঙ্গে উদযাপন করছে, কেউ বন্ধুদের নিয়ে ভাগ করে নিচ্ছে এই সাফল্যের আনন্দ। পরিশ্রমের ফল হাতে পেয়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে স্কুল-কলেজ থেকে সোশ্যাল মিডিয়া পর্যন্ত। ছবি: মাহবুব আলম
-
ফল প্রকাশের পর সকাল থেকেই যেন বদলে গেছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর চেনা চিত্র। কারও চোখে আনন্দাশ্রু, কারও মুখে তৃপ্তির হাসি। বছরের পর বছর পরিশ্রম, রাত জেগে পড়া, অভিভাবকের ত্যাগ-সব মিলিয়ে আজ যেন সার্থক এক মুহূর্ত। ফল হাতে পেয়ে কেউ মায়ের কোলে মুখ লুকিয়ে কেঁদে ফেলছে, কেউ বাবার কাঁধে চেপে হাসছে উচ্ছ্বাসে।
-
এই আনন্দ শুধু শিক্ষার্থীদের নয়, তাদের পরিবারেরও। সন্তানের সাফল্যে চোখ ভিজে উঠেছে মায়েদের, বাবাদের মুখে গর্বের দীপ্তি। কেউ ভিডিও কলের মাধ্যমে দূরে থাকা প্রিয়জনের সঙ্গে ভাগ করে নিচ্ছে সুখবর, কেউ আবার শিক্ষকের পা ছুঁয়ে কৃতজ্ঞতা জানাচ্ছে।
-
ফলাফল ভালো না হওয়া শিক্ষার্থীরাও বন্ধুর সাফল্যে উল্লাসে শামিল। কারণ এই দিন শুধু সংখ্যার নয়, একসঙ্গে বেড়ে ওঠার, একসঙ্গে স্বপ্ন দেখার। এদিনে দেখা মেলে পরিশ্রমের মূল্য আর আত্মবিশ্বাসের জয়গান।
-
কেউ হয়তো স্বপ্ন দেখছে বড় কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ার, কেউ ভাবছে কীভাবে আরও এগিয়ে যাবে জীবনের পরবর্তী ধাপে। কিন্তু আজকের দিনটা শুধু উদযাপনের-স্বপ্ন, শ্রম আর সাফল্যের মিষ্টি মেলবন্ধনের দিন।
-
এবার এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করেছে ঢাকার নটরডেম কলেজ। প্রতিষ্ঠানটির মোট পরীক্ষার্থী ছিল ৩ হাজার ২৫১ জন। পাস করেছেন ৩ হাজার ২২৬ জন। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৪৫৪ জন। প্রতিষ্ঠানটির এবারের পাসের হার ৯৯ দশমিক ৬০ শতাংশ।
-
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এ বছর এইচএসসি পরীক্ষায় পাসের হার ৯৭ দশমিক ৫৬ শতাংশ। এই কলেজ থেকে পরীক্ষায় অংশ নেন ২ হাজার ৫১৪ জন, পাস করেছেন ২ হাজার ৪৩৪ জন পরীক্ষার্থী। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৯৮৬ জন। গত বছর এই কলেজ থেকে জিপিএ-৫ পান এক হাজার ৭৩৭ জন।
-
রাজধানীর উত্তরার রাজউক মডেল স্কুল অ্যান্ড কলেজে এ বছর এইচএসসিতে পাসের হার ৯৯ দশমিক ৯৪ শতাংশ। জিপিএ- ৫ পেয়েছে ১২১৮ জন শিক্ষার্থী। যা মোট পরীক্ষার্থীর ৭১ দশমিক ৯৪ শতাংশ।