ছবিতে রাজশাহীর বেত শিল্প

প্রকাশিত: ০১:০২ পিএম, ১৭ অক্টোবর ২০২৫ আপডেট: ১১:১৭ এএম, ২৯ অক্টোবর ২০২৫

রাজশাহীর হোসনিগঞ্জ একসময় ছিল বেত শিল্পের জন্য সুপরিচিত। স্বাধীনতার আগেই এখানে গড়ে উঠেছিল ‘বেত পট্টি’। সেই সময়ে ১৫ থেকে ২০টি দোকানে তৈরি হতো দৃষ্টিনন্দন সব বেতের সামগ্রী। ঘর সাজানোর সৌখিন জিনিস থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় আসবাব সবই মিলত এই বাজারে। ছবি: ওমর ফারুক পলাশের তোলা