সংসদ ভবনের গেটে জুলাই যোদ্ধারা
জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই আহত বীর হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়াসহ ৩ দফা দাবিতে জাতীয় সংসদের গেটের সামনে অবস্থান নিয়েছেন জুলাই যোদ্ধারা। দাবি না মানলে গেট না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। ছবি: নাহিদ সাব্বির
-
দুপুর পৌনে ১২টা থেকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার ১২ নম্বর গেটের সামনে তারা অবস্থান নেন। এর আগে তারা জাতীয় সংসদে প্রবেশের চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়।
-
ওয়ারিয়র্স অব জুলাই নামে জুলাই যোদ্ধাদের সংগঠন ৩ দফা দাবি জানায়। সেগুলো হচ্ছে, জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই আহত বীর হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে।
-
আহতদের জন্য আইনগত সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
-
উক্ত দাবিসমূহ জুলাই জাতীয় সনদ-২০২৫ এ অন্তর্ভুক্ত করে দ্রুত বাস্তবায়ন করতে হবে।
-
এদিকে, উভুদ্ধ পরিস্থিতে সংসদ ভবনের বাইরে পুলিশ, র্যাব, সেনাবাহিনী মোতায়েন রয়েছে।