আজকের আলোচিত ছবি: ১৮ অক্টোবর ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ছবি: জাগো নিউজ
-
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এর আগে যোগ দেয় বাংলাদেশ বিমান ও নৌবাহিনী। ছবি: জাগো নিউজ
-
ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘সাসটেইনেবিলিটি গভর্ন্যান্স অব চায়নাজ এনার্জি ইনভেস্টমেন্টস ইন বাংলাদেশ’ শীর্ষক স্টেকহোল্ডার ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তৃতা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: পিআইডি
-
গাজীপুরের কোনাবাড়ীতে বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ি-জরুন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। অবরোধের ফলে ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় পথচারী ও যানবাহনের যাত্রীরা। ছবি: মো. আমিনুল ইসলাম
-
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কেউ যদি এই নির্বাচনকে কলুষিত করার চেষ্টা করে, তবে সে যতই ক্ষমতাশালী হোক, নির্বাচন কমিশন তাকে রেহাই দেবে না। ছবি: লিপসন আহমেদ